শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ৫টি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

হাবিবুর রহমান সোহেল: [২] নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৫টি মরনাস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে ১১ বিজিবি। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম ভাগিনারঝিড়ি এলাকার সন্ত্রাসীদের আস্তানা গুটিয়ে দিয়ে এ সব উদ্ধার করেন তারা।

[৩] নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইনসহ বিকেল ৩ টায় ঘটিকায় ছাগলখাইয়া এ স্থানে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ কালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে পলায়ন করতে থাকে। এসময় বিজিবি টহল দল ধাওয়া করলে তাদের কর্তৃক ব্যবহৃত ০৪টি SBBL ও ১ টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক), ০২টি অস্ত্র তৈরীর ব্যারেল, ০১টি কার্তুজ এবং ০৫টি কার্তুজের খালি খোসা মালিকবিহীন পাওয়া যায়।

[৪] উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার করেন দলটি। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ নাইক্ষ্যংছড়ি থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার, কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

[৫] উল্লেখ্য, বিগত ৮ বছর আগে সন্ত্রাসীদের কাছ থেকে সীমান্তরক্ষীরা নাইক্ষ্যংছড়ির গহীন অরন্য থেকে এধরনের অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়