শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তীরে এসে তরী ডোবালো অস্ট্রেলিয়া, রোমাঞ্চকর জয় পেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] জয়ের নাটাই অস্ট্রেলিয়ার হাতেই ছিলো। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে জয়ের দিকেই হাঁটছিল অস্ট্রেলিয়া। শেষ মুহুর্তে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে টপাটপ উইকেট ঝড়ে পরে। ফলে সিরিজের প্রথম টি- টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় ইংল্যান্ড।

[৩] শুক্রবার রাতে সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকেরা। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া থামে ৬ উইকেটে ১৬০ রানে।

[৪] লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৯ উইকেট হাতে নিয়ে ৩৮ বলে ৩৯ রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ১৫তম ওভারে স্টিভেন স্মিথ ও গেøন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আদিল রশিদ।

[৫] একপর্যায়ে অতিথিদের সামনে শেষ ওভারে ১৫ রানের সমীকরণ দাঁড়ায়। টম কারেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে মার্কাস স্টয়নিস নাটক জমিয়ে তোলেন। শেষ বলে দরকার পড়ে ৫ রান। তবে কারেনের দুর্দান্ত ইয়র্কারে ২ রানেই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।

[৬] ওয়ার্নার সর্বোচ্চ ৫৮ রান করেন। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৬ রান। উদ্বোধনী জুটিতে এই দুজন ১১ ওভারে ৯৮ রান যোগ করেছিলেন। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ও আদিল রশিদ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।

[৭] এর আগে ডেভিড মালানের ৬৬ ও জস বাটলারের ৪৪ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল ইংলিশরা। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাস্টন অ্যাগার, গেøন ম্যাক্সওয়েল ও কেন রিচার্ডসন। ম্যাচসেরা হয়েছেন মালান। একই ভেন্যুতে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়