শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার আশাশুনিতে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৪

সাতক্ষীরা প্রতিনিধি: [২] বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাদেরকে উপজেলার বেউলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে, এ ঘটনায় শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেছেন নিকাহ রেজিষ্টার আসাদুজ্জামান সরদার।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বকচরা মোল্লাপাড়ার মোন্তাজ মোল্লার ছেলে আব্দুল মান্নান, একই গ্রামের আফছারউদ্দিন সরদারের ছেলে হাফিজুর রহমান, একই উপজেলার আদালতপুর চালতেতলা এলাকার আবুল কাশেম সরদারের ছেলে রবিউল ইসলাম ও সাতক্ষীরা শহরের কুখরালী এলাকার মোকিম হোসেনের ছেলে মোশাররফ হোসেন আব্বাস।

[৪] আশাশুনি উপজেলার বেউলা গ্রামের ওসমান গণি সরদারের ছেলে নিকাহ রেজিষ্টার আসাদুজ্জামান সরদার জানান, বৃহষ্পতিবার বিকালে আব্দুল মান্নান, মোশারফ হোসেন আব্বাস, হাফিজুর রহমান ও রবিউল নামের চার ব্যক্তি দু’টি মোটর সাইকেল যোগে তার বাড়িতে যান।

[৫] এ সময় তারা নিজেদেরকে এক একটি নাম না জানা সংবাদপত্র ও অনলাইনের স্টাফ রিপোর্টার পরিচয়ে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া ও পত্রিকায় নিউজ করার হুমকিও দেন তারা। একপর্যায়ে তিনি তাদের বাড়িতে বসিয়ে রেখে জেলা রেজিষ্টারকে ফোন দেন।

[৬] জেলা রেজিষ্টার বিষয়টি থানাকে অবহিত করার জন্য বলেন। তবে সাংবাদিকদের সঙ্গে বাক বিতন্ডা কালে স্থানীয় জনগন ছুঁটে এলে বেগতিক বুঝে ওই চার সাংবাদিক মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের মোটর সাইকেলের চাবি তুলে নেওয়ায় তারা বিল আড় দিয়ে ভো দৌড় দিয়ে পালিয়ে যান। এরপর তারা সাতক্ষীরা শহরে এসে মোটর সাইকেল ফিরে পেতে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করার উদ্যোগ নেন।

[৭] ওই সময় আশাশুনি থানা পুলিশের মোবাইল পেয়ে তারা রাত ৯টার দিকে আবারও বেউলা গ্রামে তার (নিকাহ রেজিষ্টারের) বাড়িতে যান। এর কিছুক্ষণপর পুলিশ এসে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পেয়ে ওই চার চাঁদাবাজকে গ্রেপ্তার করেন। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেল।

[৮] শহরের বকচরা মোড়ের কয়েকজন ব্যবসায়ি জানান, গ্রেপ্তারকৃত ওই চার চাঁদাবাজ সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ে জেলাব্যাপি ব্যাপক চাঁদাবাজি করে আসছিলেন। এদিকে, এই চার চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় সাংবাদিক পরিচয়দানকারী অন্য চাঁদাবাজরা কিছুটা থমকে গেছেন বলে জানা গেছে।

[৯] আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টার আসাদুজ্জামান বাদি হয়ে গ্রেপ্তারকৃত চার জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে থানায় একটি মামলা (৫নং) দায়ের করেছেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়