মোফাজ্জল হোসেন: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কশিগাড়ী গ্রামের আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম(৪২), যুবলীগের সদস্য উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল হক(৩৮), ৩নং সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দক্ষিণ দেবীপুর গ্রামের গোলাম মোস্তফা আদুর ছেলে মাসুদ রানা(৪০), নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ(৩৮), চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে নবীরুল ইসলাম(৩৫) ও একই এলাকার খোকার ছেলে সান্টু চন্দ্র দাস(২৮) ।
[৩] গত বুধবার দিবাগত রাত তিনটায় দুষ্কৃতকারীরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তার অবস্থা এখন স্থিতিশীল ।