শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারফিন শাহ্: মানুষ কেন পারে না আমৃত্যু একদেশদর্শী হতে!

শারফিন শাহ্: দুপুর হলেই কলাভবনের ঘুম ভেঙে যেতো। ক্ষুধাতুর ক্লান্ত প্রাণগুলো দুরন্ত মানসে ছুটতো ডাকসু ক্যাফেটেরিয়া, লাইব্রেরি চত্বর কিংবা হাকিম চত্বরের আকাশছোঁয়া রেস্তোরাঁয়, ধন্যি ছেলেমেয়েরা আইবিএ ক্যান্টিন আর পকেট ফাঁকা আটপৌরেদের উদ্বিগ্ন উচ্চারণ-‘ওই তাড়াতাড়ি চল, হলের খাবার শেষ হয়ে যাবে তো, পরে গেলে উচ্ছিষ্ট ছাড়া আর কিছু পাবি না।’

আমরা যেতাম কোথায়? প্রিয় ছিল ‘আইইআর আর আইবিএ ক্যান্টিন’-৫০ টাকায় পরিচ্ছন্ন আহার। -মিমু, আমি, বিজন, প্রীতি, মেহেদী, তিথি, বাবুই দলবেঁধে কতবারই না দুপুর ভোজনে সজীব হয়েছি এই দুই খাবার মহলে। তারপর ক্ষণিকের মুক্তসভা শেষে আবার ক্লাসরুমে ছুট- স্যার আসবেন আসবেন করে কেটে যায় বেলা আর আমার কখনো ক্লাস ফেলেই চলতে হয় উপার্জনের পানে। গভীর রাতে হলে ফিরেই দুটো দানাপানি মুখে পুরে পড়তে পড়তেই আবার ঘুমে ডুব দেওয়া।

কী এক জীবন ছিল। ওই খাওয়া, ওই ঘুম, ওই আনন্দ এখন অধরা। বন্ধুতাবিচ্ছিন্ন, খরাগ্রস্ত, আর যান্ত্রিক স্তরে পৌঁছে গেছি যে। এককাপ অফিসিয়াল ঘুম তাড়ানিয়া কফি হাতে পেছনে তাকালেই ভেসে ওঠে-মানুষ কীভাবে বদলে যায়, মানুষের জীবন কীভাবে সংকীর্ণ হয়, কীভাবে মানুষ সীমাবদ্ধ হয়, কীভাবে বন্ধন টুটে যায়।

আমিই আমার বদলে যাওয়া দেখে বিস্মিত হই আর ভাবি- হোক না এমন। এভাবে কতো কিছুই তো আসবে যাবে। তাই বলে জীবন নিয়ে বসে থাকার কী প্রয়োজন? তবু মনে লাগেÑপ্রতিদিনই তো সূর্য একই নিয়মে ওঠে আবার অস্ত যায়, তারাদেরও তো একই জীবনযাপন, বৃক্ষরাও তো ঠায় দাঁড়িয়ে আছে সগর্বে স্থির। মানুষ কেন পারে না আমৃত্যু একদেশদর্শী হতে। বদলে যাওয়ার নামই কি মানুষ? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়