শিরোনাম
◈ জুলাইযোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা ◈ লুট হওয়া ৫০০ ভরি স্বর্ণের ১৯০ ভরি উদ্ধার, যেভাবে উদ্ধার হলো (ভিডিও) ◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুর সদর হাসপাতালে আকস্মিক অগ্নিকাণ্ড রোগীদের মধ্যে আতঙ্ক

তাহেরুল আনাম: [২] দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আগুনের সুত্রপাত কোথা থেকে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে হাসপাতালের পুরাতন বেড সিট ও ফোমে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ডাইরিয়া ওয়ার্ডের পাশ্বে মাদক সেবন কারীদের আড্ডা রয়েছে সন্ধ্যার পর থেকে গভীর রাত প্রযন্ত আড্ডা চলে।এদিকে কোন হতাহতের ঘটনা না ঘটলেও রোগীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

[৩] ফায়ার সাভিসের একটি ইউনিট দেড় ঘন্টায় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাদ আলী জানান,অগ্নিকান্ডের কারণে ৭০জন রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেফুজ তানজীদ জানান, আগুন নিয়ন্ত্রনে আমাদের ২টি পানি বাহি গাড়ি ব্যবহার করে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।তবে আগুনের সুত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি।

[৪] এসময় হাসপাতাল পরিদর্শন করেন দিনাজপুর সদর ৩ আসনের এমপি ও জাতীয় সংসদরে হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মাহমুদুল আলম,সিভিল সার্জন ডা. আব্দুল কাদ্দুছ, পুলিশ সুপার আনোয়ার হোসেন।

[৫] এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পেলে অগ্নিকান্ডের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।তবে আশার কথা হলো যে অগ্নিকান্ডে রোগীদের কোন প্রকার ক্ষতি হয়নি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়