শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুরু

সমীরণ রায় : [২] কোভিড-১৯ সংক্রমণের কারণে দীর্ঘদিন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এরই প্রেক্ষিতে দলটির সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা সম্ভব হয়নি। ফলে দলটির সাংগঠনিক কাঠামো নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা ক্ষোভ দেখা দেয়।

[৩] বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সম্পাদক মণ্ডলীর সভা হয়। এতে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম শুরু করার।

[৪] সভা শেষে আওয়ামী লীগের সাধারণ বলেন, যেসব জেলা-উপজেলায় দলটির অঙ্গ, সহযোগী সংগঠনের সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সেসব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশনাও দেন তিনি।

[৫] ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সভাপতির একটা গাইডলাইন চাই। যেসব জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তাদেরকে আগামী ১৫ তারিখের মধ্যে আপনার অফিসে (সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমনি) পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশনা দিয়েছি। এছাড়া প্রত্যেক সম্পাদককে চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ৩৫ সদস্যবিশিষ্ট উপ-কমিটি গঠনের সুপারিশ করেছি, সিদ্ধান্ত দেবেন আপনি।

[৬] সভার শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়