শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুরু

সমীরণ রায় : [২] কোভিড-১৯ সংক্রমণের কারণে দীর্ঘদিন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এরই প্রেক্ষিতে দলটির সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা সম্ভব হয়নি। ফলে দলটির সাংগঠনিক কাঠামো নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা ক্ষোভ দেখা দেয়।

[৩] বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সম্পাদক মণ্ডলীর সভা হয়। এতে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম শুরু করার।

[৪] সভা শেষে আওয়ামী লীগের সাধারণ বলেন, যেসব জেলা-উপজেলায় দলটির অঙ্গ, সহযোগী সংগঠনের সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সেসব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশনাও দেন তিনি।

[৫] ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সভাপতির একটা গাইডলাইন চাই। যেসব জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তাদেরকে আগামী ১৫ তারিখের মধ্যে আপনার অফিসে (সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমনি) পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশনা দিয়েছি। এছাড়া প্রত্যেক সম্পাদককে চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ৩৫ সদস্যবিশিষ্ট উপ-কমিটি গঠনের সুপারিশ করেছি, সিদ্ধান্ত দেবেন আপনি।

[৬] সভার শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়