শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিতর্কিত ও গুরুতর অপরাধে জড়িত ২০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

ইমরুল শাহেদ : [২] তালেবানদের সঙ্গে প্রলম্বিত শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আফগান সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। রয়টার্স, ডেইলি সাবাহ

[৩] আফগান সরকারের হাতে বিতর্কিত ও গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ৪০০ তালেবান বন্দি রয়েছেন। তাদের মধ্য থেকে ২০০ জনকে মুক্তি দেওয়া হলো। এই শান্তি প্রক্রিয়া সফল হলে তালেবান ও আফগান সরকারের মধ্যে বিদ্যমান দু’দশকের কলহের অবসান হবে।

[৪] কর্মকর্তারা বলেছেন, সোম ও মঙ্গলবার বিকেলে এসব বন্দিদের কাবুলের মূল কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তালেবানরাও আফগান বিশেষ বাহিনীর ছয়জন বন্দিকে ছেড়ে দিয়েছে।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘আমরা বন্দি বিনিময়ের কাজটা শেষ করে ফেলতে চাই, যাতে খুব দ্রুতই শান্তি আলোচনা শুরু করা যায়।’ একটি সূত্র জানিয়েছে, বন্দি বিনিময়ের কাজটা বুধবারই শেষ হয়ে যাবে।

[৬] আফগান সরকারের হাতে পাঁচ হাজার তালেবান বন্দি ছিল। বর্তমানে যে চারশ’ তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হলো এবং হচ্ছে তারা পাঁচ হাজারের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। গত ফেব্রুয়ারি মাসে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তালেবান বন্দিদের মুক্তি দেওয়া হলো তারই অংশ। একইসঙ্গে মার্কিন সেনাদেরও নির্বিঘ্নে দেশটি থেকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে চুক্তির শর্তে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়