শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিতর্কিত ও গুরুতর অপরাধে জড়িত ২০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

ইমরুল শাহেদ : [২] তালেবানদের সঙ্গে প্রলম্বিত শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আফগান সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। রয়টার্স, ডেইলি সাবাহ

[৩] আফগান সরকারের হাতে বিতর্কিত ও গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ৪০০ তালেবান বন্দি রয়েছেন। তাদের মধ্য থেকে ২০০ জনকে মুক্তি দেওয়া হলো। এই শান্তি প্রক্রিয়া সফল হলে তালেবান ও আফগান সরকারের মধ্যে বিদ্যমান দু’দশকের কলহের অবসান হবে।

[৪] কর্মকর্তারা বলেছেন, সোম ও মঙ্গলবার বিকেলে এসব বন্দিদের কাবুলের মূল কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তালেবানরাও আফগান বিশেষ বাহিনীর ছয়জন বন্দিকে ছেড়ে দিয়েছে।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘আমরা বন্দি বিনিময়ের কাজটা শেষ করে ফেলতে চাই, যাতে খুব দ্রুতই শান্তি আলোচনা শুরু করা যায়।’ একটি সূত্র জানিয়েছে, বন্দি বিনিময়ের কাজটা বুধবারই শেষ হয়ে যাবে।

[৬] আফগান সরকারের হাতে পাঁচ হাজার তালেবান বন্দি ছিল। বর্তমানে যে চারশ’ তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হলো এবং হচ্ছে তারা পাঁচ হাজারের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। গত ফেব্রুয়ারি মাসে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তালেবান বন্দিদের মুক্তি দেওয়া হলো তারই অংশ। একইসঙ্গে মার্কিন সেনাদেরও নির্বিঘ্নে দেশটি থেকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে চুক্তির শর্তে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়