শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে মেসে রহস্যজনক বিস্ফোরণে আহত ২, এলাকায় আতঙ্ক

ডেস্ক রিপোর্ট : সিদ্ধিরগঞ্জে একটি মেস বাসায় গ্যাসের কোনো সংযোগ বা গ্যাস সিলিন্ডার না থাকার পরও রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিক সার্জারী ইনিষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ইউসুফ (৩৫) ও নাহার নামে দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার নসু পলাতক রয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মফিজ হোসেন মজুর ভাড়া বাসায় এই রহস্যজনক বিস্ফোরণ ঘটে।

এক মাস আগে এই মেস শাকিল ও ইউসুফ নামে ওই ব্যক্তি ভাড়া নেয় বলে জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার মফিজ হোসেন মজুর মেস বাসায় মঙ্গলবার দুপুর ১ টায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ও বাসায় থাকা শাকিল (৪২) ও পাসের বাসার গৃহবধু রানু (২৭) আহত হয়। আহতাবস্থায় শাকিল ও রানু ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিকসার্জারী ইনিষ্টিটিউটে চিকিৎসা নেয়।

তবে চিকিৎসা শেষে রানু এলাকায় ফিরে আসলেও গুরুতর আহত শাকিল সেখানে চিকিৎসাধীন রয়েছে। শাকিলের বাড়ি সিলেটে।

আহত রানু জানায়, আমি ওই কক্ষের পাশেই রান্না করছিলাম। শাকিল সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই ওই কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমার পায়ে ও শাকিলের শরীরে আগুন লেগে যায়। আমি দৌড়ে আমার বাসায় গেলে সেখান থেকে আমাকে পরিবারের লোকজন ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিকসার্জারী ইনিষ্টিটিউটে নিয়ে যায়। আমাকে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ছাড়পত্র দিলে আমি বাসায় আসি।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্তের জন্য এ সময় পুলিশ শাকিল ও নাহার নামে দুইজনকে আটক করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানায়, সন্ধ্যায় আমারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্ফোরণের রহস্য উদঘাটন হবে।যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়