শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল বাশারের শাহাদাত বার্ষিকী পালিত

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ বিমান বাহিনী মঙ্গলবার যথাযথ মর্যাদায় প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। এয়ার ভাইস মার্শাল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ এবং বিমান বাহিনীর গঠনে এই বীর মুক্তিযোদ্ধার অবদান বাংলাদেশ বিমান বাহিনী সকৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে।

[৩] এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। উল্লেখ্য যে, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনী দিবসটি পালনের উদ্দেশ্যে সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করা হয়।

[৪] মিলাদ মাহফিলে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে মরহুমদ্বয়ের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে। প্রতি বছরের মত দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদ্যাপনের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোভিড-১৯ সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সকল বিধি-নিষেধ মান্য করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়