শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল বাশারের শাহাদাত বার্ষিকী পালিত

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ বিমান বাহিনী মঙ্গলবার যথাযথ মর্যাদায় প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। এয়ার ভাইস মার্শাল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ এবং বিমান বাহিনীর গঠনে এই বীর মুক্তিযোদ্ধার অবদান বাংলাদেশ বিমান বাহিনী সকৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে।

[৩] এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। উল্লেখ্য যে, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনী দিবসটি পালনের উদ্দেশ্যে সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করা হয়।

[৪] মিলাদ মাহফিলে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে মরহুমদ্বয়ের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে। প্রতি বছরের মত দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদ্যাপনের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোভিড-১৯ সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সকল বিধি-নিষেধ মান্য করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়