শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ৯৪ শতাংশ কোভিড রোগীর মৃত্যু অন্য কারণে, স্থূলতার শিকার ৮৭ শতাংশ রোগীই কোভিড পজিটিভ

রাশিদুল ইসলাম : [২] ফরাসি অধ্যাপক ফ্রাঙ্কোসিস পাট্টাউ বলেছেন, প্রতি দশ জন কোভিড রোগীর মধ্যে সাত থেকে আটজনই স্থূলত্বের শিকার। ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ১২৪ জন রোগীর উপর পরীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন, ওজন বৃদ্ধির জন্য তাদের রোগ প্রতিরোধ শক্তি তলানিতে এসে ঠেকেছে। সিএনএন/দি লোকাল

[৩] এদিকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিসিসি বলছে ৯ হাজার ৬৪৩ জন কোভিড রোগীর মৃত্যুর পর দেখা গেছে এদের ৬ শতাংশ শুধু কোভিডের কারণে মারা গেছে। কোভিডে বাকিরা মারা গেছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, শ্বাস প্রশ্বাসের ব্যর্থতা, উচ্চরক্তচাপ, ডায়বেটিস, হৃদরোগ, অনির্ধারিত ডিমেনেশিয়া, কার্ডিয়াক এ্যারেস্ট, হার্ট ফেইলর, রেনাল জটিলতা, অনিচ্ছাকৃত আঘাত ও বিষক্রিয়া ইত্যাদি কারণে। বেশিরভাগেরই হৃদরোগ বা শ্বাস প্রশ্বাসে সমস্যা ছিল যা কোভিডে আক্রান্ত হওয়ার পর আরো তীব্র হয়েছে। এরা অনেকেই সিভিয়ার এ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছে।

[৪] ফরাসি গবেষকরা বলছেন, মধ্যবয়স্ক কোভিড রোগীদের অর্ধেকই স্থূলত্বের শিকার। তাদের মধ্যে সঙ্কটাপন্ন রোগীদের বেশিরভাগেরই ফুসফুসের সমস্যা ছিল। তাই কোভিড সংক্রমণ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে।

[৪] ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলেছিলেন, মোটা হওয়ার সঙ্গে সরাসরি না হলেও পরোক্ষ যোগ রয়েছে কোভিডের। নিউইয়র্কের হাসপাতালে ভর্তি বেশিরভাগ কোভিড রোগীই মোটা। সিডিসি তাই ওবেসিটিকে কোভিড সংক্রমণের ‘রিস্ক ফ্যাক্টর’ বলে উল্লেখ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়