শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৭১ টন নিম্নমানের দুর্গন্ধ চাল জব্দ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিকাশ অ্যাগ্রো ফুড লিমিটেডের লালচে দুর্গন্ধ নিম্নমানের ৭১ টন ৭০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন।

ফরিদপুর জেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বজলুর রশিদ খান বলেন, অভিযান চালিয়ে নিম্নমানের চাল পাওয়ায় বিকাশ অ্যাগ্রো ফুড লিমিটেডের মিলের ৭১ টন ৭০০ কেজি চাল জব্দ করা হয়েছে।

এরমধ্যে এক হাজার ৫৪ বস্তা প্লাস্টিক ও ৩০০ বস্তা ভর্তি চাল। বস্তাগুলো সিলগালা করা হয়েছে।

এই চালগুলোর স্যাম্পল ঢাকায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের ল্যাবে পাঠানো হবে পরীক্ষার জন্য। রিপোর্ট খারাপ আসলে মিল মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

বিকাশ অ্যাগ্রো ফুড লিমিটেড গত বুধবার রাতে থাইল্যান্ড থেকে ১৪০ টন চাল খাদ্যগুদামে দেয়ার জন্য আমদানি করেন বলে একাধিক ব্যক্তি জানান। চলতি মৌসুমে মিলটি ১ হাজার ৯১৮ টন চাল বরাদ্দ পায়। ইতিমধ্যে বরাদ্দের অর্ধেক চাল খাদ্য গুদামে সরবরাহ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়