শিরোনাম
◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত ◈ ডেটা বিক্রি করার বদমাইশি আজ থেকে আইনিভাবে শেষ হলো ◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কন্টেইনার পোর্ট তালিকায় বিশ্বে ৫৮তম চট্টগ্রাম বন্দর

কেএম নাহিদ : [২] এক বছর আগে চট্টগ্রাম বন্দরটির অবস্থান ছিল ৬৪তম। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম লয়েডস লিস্ট ২০১৯ সালের কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যান নিয়ে সম্প্রতি বিশ্বের ১০০ শীর্ষ কন্টেইনার পোর্টের এ তালিকা প্রকাশ করে।

[২] চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ রোববার এ তথ্য জানান।

[৩] ২০১৮ সালে ২৯ লাখ ৩ হাজার ৯৯৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করে শীর্ষ একশ বন্দরের মধ্যে ৬৪তম স্থানে নাম উঠেছিল চট্টগ্রাম বন্দরের। সে খানে থেকে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫৮তম।

[৪] আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের এ অগ্রগতি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির প্রতিফলন উল্লেখ করে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা, ভারতের সেভেন সিস্টারে ট্রান্সশিপমেন্টসহ দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

[৫] বিশেষ করে বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে। সেই সঙ্গে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। এতে করে আগামীদিনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি জানান। সম্পাদনা : আখতার

  • সর্বশেষ
  • জনপ্রিয়