শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যাকারদের কারণেই মেসি ক্রুজেরিওতে!

ডেস্ক রিপোর্ট : ম্যানচেস্টার সিটি কিংবা ইন্টার মিলান নয়। শেষ পর্যন্ত লিওনেল মেসি নাম লিখালেন ব্রজিলের দ্বিতীয় বিভাগের দল ক্রুজেরিওতে! চোখ কপালে উঠার মত শিরোনাম হলেও, এমনই খবর প্রকাশিত হয় ক্লাবটির ওয়েব সাইটে! তবে পরক্ষনেই কর্তৃপক্ষ জানায়, খবর সঠিক নয়। হ্যাকিংয়ের শিকার হয়েছিলো তাদের ওয়েবসাইট। এদিকে, ইচ্ছা থাকলেও মেসিকে কেনার সামর্থ নেই লিভারপুলের। জানিয়েছেন অলরেডদের কোচ ইয়র্গেন ক্লপ।সময়টিভি

বিশ্ব সেরা ফুটবলার যখন ইচ্ছা প্রকাশ করেছেন দল বদলের, তখন জল তো ঘোলা হবেই! আর অনেকেই ওৎ পেতে থাকবে এই ঘোলা জলে মাছ শিকার করতে। সেটাই করেছে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল ক্রুজেরিও। শুক্রবার তাদের ওয়েবসাইট খবর প্রকাশ করে লিওনেল মেসি নাম লিখিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটিতে!

শুধু কি তাই! লিও মেসির একটি সাক্ষাৎকারও ছাপে তারা। যেখানে দেখা যায় বার্সেলোনা সুপার স্টার বেজায় খুশি ক্লাবটিতে নাম লিখিয়ে! অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন ক্লাবটির জার্সি গায়ে চাপাতে। একই সঙ্গে ভক্তদেরও দিয়েছেন বার্তা শীঘ্রই দেখা হবে বেলো হরিজন্তে!

গেল বছরই দ্বিতীয় বিভাগে অবনমিত হয়ে যাওয়া ক্রুজেরিওর এমন ঘোষণায় নড়েচড়ে বসে তাদের ফ্যানফেজ। একই সঙ্গে কর্তৃপক্ষও। কারন তারা নিজেরাই জানে না বিশাল এই খবরের সত্যতা। পরে দেখা যায় কে বা কারা হ্যাক করেছে তাদের ওয়েবসাইট। সেখান থেকেই গুজবের সূত্রপাত। তাই আর দেরি না করে দ্রুত নামিয়ে দেয়া হয় সেই পোস্ট।

অফিসিয়ালি মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণায় একটা রেস চলছে ক্লাব বিশ্বে। যেখানে সক্ষমতায় সবার আগে ম্যানচেস্টার সিটি। দৌড়ে পিছিয়ে থাকলেও, খুব একটা ব্যবধান না পিএসজি কিংবা ইন্টারের বেলায়। তবে এর বাইরেও আরো বহু ক্লাবের আছে বিশ্ব সেরাকে দলে ভেড়ানোর সুপ্ত বাসনা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গেল মৌসুম স্বপ্নে মত কাটিয়েছে লিভারপুল। অলরেডরা চায় সেই ধারা এবারও রাখতে। ইচ্ছা পুরনে যদি লিওকে পাশে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু বাধ সাধে সাধ্য। তাই রাখ ঢাক করে নয় বস ক্লপ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেসিকে কেনার সামর্থ নেই লিভারপুলের!

ইয়র্গেন ক্লপ বলেন, মেসি এমন একজন ফুটবলার, ওকে যে কেউ দলে পেতে চাইবে। আমিও চাই ও লিভাপুলের হয়ে খেলুক। কিন্তু এই মুহুর্তে সেটা সম্ভব নয়। কারন দলবদেলর বাজারে খরচ করার জন্য আমাদের হাতে এত টাকা নেই। তাছাড়াও ওর ট্রান্সফার মূল্যটাও আপনাকে খেয়াল রাখতে হবে।

কোথায় নাম লিখাবেন ফুটবল জাদুকর, তা বোধ হয় জানা যাবে শ্রীঘ্রই। অনেকেই মুখিয়ে আছেন, থাকবেন! কিন্তু শেষ পর্যন্ত তার বার্সাতে থেকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়