শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৪ বছরে গুম ৬০৪ জন, অভিযোগ তদন্তে কমিশন গঠনের দাবি আসকের

নূর মোহাম্মদ: [২] শনিবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। সেইসঙ্গে গুমের সকল অভিযোগের তদন্ত করতে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

[৩] ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম বা বলপূর্বক অন্তর্ধান প্রতিরোধ দিবস উপলেক্ষ্য দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গুমের শিকার সব ব্যক্তিকে অবিলম্বে খুঁজে বের করা, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র।

[৪] এতে বলা হয়, গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদ স্বাক্ষর করে গুম প্রতিরোধে সরকারের সদিচ্ছার বহি:প্রকাশ ঘটানোর জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। গুমের শিকার ৬০৪ জনের মধ্যে পরবর্তী সময়ে ৭৮ জনের লাশ উদ্ধার হয়েছে। ৮৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ৫৭ জন ফেরত এসেছে। অন্যদের বিষয়ে সুর্নিদিষ্ট তথ্য গণমাধ্যমসূত্রে জানা যায়নি।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে পরিবার, স্বজন বা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সাংবাদিক বা মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে দেখা যায়, বিশেষ বাহিনী-র‌্যাব, ডিবি পুলিশ ও গোয়েন্দা বিভাগের পরিচয়ে সাদা পোশাকে তুলে নেওয়া হচ্ছে।

[৬] একটি ন্যায় ও মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করতে হবে বলেও মনে করে আসক। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়