শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[[১] আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর প্রকল্পের নির্মাণাধীন ঘর বিধ্বস্ত, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের

এসএম শামীম: [২] “জায়গা আছে, ঘর নেই” এমন অসহায় ও দুস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প থেকে মাথা গোজার আশ্রয় হিসেবে সারা দেশে অসহায়দের বসত ঘর নির্মান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নি¤œ মানের নির্মান সামগ্রী ব্যবহারের কারনে প্রধানমন্ত্রীর বাস্তবায়নাধীন ওই প্রকল্পের আওতায় জেলার আগৈলঝাড়ায় এক অসহায়ের বসত ঘর নির্মাণ কাজ শুরুতেই দেয়াল ধ্বসে ভেঙ্গে পরেছে।

[৩] সরেজমিনে উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় (রামদেবেরপাড়) গ্রামের অসহায় অনন্ত বাড়ৈ গৃহহীন থাকায় প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে অনন্ত বাড়ৈ একটি ঘর প্রাপ্ত হন।

[৪] জানা গেছে, গৃহহীনদের গৃহ নির্মানের প্রধানমন্ত্রীর এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন প্রকল্প বাস্তবায়ন সভাপতি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অসহায়দের ঘর নির্মানের দায়িত্ব প্রদান করেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, গৈলা ইউপি সদস্য স্থানীয় ঠিকাদার তরিকুল ইসলাম চাঁনকে। অসহায় অনন্ত জানান, ঠিকাদার চাঁন কাজের ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে তার ঘর নির্মাণের কাজ শুরু করেন।

[৫] তিনি অভিযোগ করেন, ঠিকাদার নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় নির্মাণাধীন তার ঘরের পশ্চিম ও দক্ষিন পাশের দেয়াল বৃহস্পতি ও শুক্রবার বিধস্ত হয়ে পরেছে। স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায় কাজের গুনগত মান নিয়ে কথা বলায় ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন ইউপি সদস্য প্রদীপকে গালমন্দ করেন বলেও জানান তিনি।

[৬] এ ব্যাপারে ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন সাংবাদিকদের বলেন, কাজের মান নি¤œমানের হয়নি। বৃষ্টির কারনে পানি জমে ওই দেয়াল ভেঙ্গে পরেছে। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের বলেন, ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিন বিষয়টি দেখে রিপোর্ট দেয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সেই পর্যন্ত ঠিকাদারের কাজ বন্ধ থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়