শিরোনাম
◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস ◈ জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামি দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান ইসলামী আন্দোলনের ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা: পরীক্ষার্থী আটক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘মার্চ অব ওয়াশিংটন’: ৫৭ বছর পর মার্টিন লুথার কিংয়ের সেই স্থানে আবারও বর্ণবাদ বিরোধী বিক্ষোভ

লিহান লিমা: [২] মার্টিন লুথার কিংয়ের ‘আমার একটি স্বপ্ন আছে’ কালজয়ী বক্তৃতার বর্ষপূর্তিতে শুক্রবার লিংকন মেমোরিয়াল থেকে ওয়াশিংটনের মনুমেন্ট পর্যন্ত ৩ কিলোমিটার পথজুড়ে অনুষ্ঠিত সমাবেশে ৫০ হাজার মানুষ ‘যদি আপনি পরিবর্তন চান, ভোট দিন’ স্লোগান দেয়। ডেইলি মেইল

[৩] ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসি’র এই ন্যাশনাল মলেই প্রায় আড়াই লাখ মানুষের সামনে বর্ণবাদবিরোধী ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার।

[৪] বিক্ষোভকারীরা পুলিশি সংস্কার এবং ৩ নভেম্বরের নির্বাচনে মার্কিনিদের ভোট দেয়ার আহ্বান জানান। ‘মার্চ অব ওয়াশিংটন’ র‌্যালিতে দেয়া ভাষণে মার্টিন লুথার কিংয়ের পুত্র লুথার কিং তৃতীয় বলেন, ‘আমাদের গণতন্ত্রের ওপর হাঁটু চেপে রাখা হয়েছে। আমাদের দেশ স্বাধীনতার অক্সিজেন ব্যতীত দীর্ঘদিন ধরে দিনতিপাত করছে।’ আল জাজিরা

[৫] কেনোসাতে পুলিশের হাতে সাতটি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি জ্যাকব ব্লেকের বাবা বলেন, এই র‌্যালি যুক্তরাষ্ট্রের বর্ণবাদের আদালত। আর রায় হলো- তারা অপরাধী।

[৬] ইলিনয়ের কৃষ্ণাঙ্গ নারী কিম্বারলি জোনস বলেন, লুথার তার ভাষণে পুলিশি নৃশংসতার ভয়াবহতার কথা বলেছিলেন। ৫৭ বছর পার হয়েছে, কিন্তু পরিবর্তন আসে নি। আমরা এখনো সমতার জন্য লড়াই করছি। আমি হতাশ। আমি ক্ষুদ্ধ। এপি

[১০] ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ‘মার্চ অব ওয়াশিংটন’ র‌্যালিতে সমর্থন জানিয়ে টুইট করেন। এই র‌্যালি নিয়ে কোনো মন্তব্য করেন নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়