জাফর ওয়াজেদ: প্রতীক্ষা মৃত্যুর চেয়েও ভয়ংকর হলেও অপেক্ষার তরী বেয়ে যেতে হয়। আমরা পচনের গান গাইবো বলে বসে আছি। অথচ পচনগীতি আজও রচিত হলো না। নজরুল-রবীন্দ্রনাথের গানে ‘পচন’ শব্দ রয়েছে-এমনটা নয়, কবিতায় থাকলেও। তদুপরি এদেশে সেই কবি-গীতিকার জন্মায়নি-যার হাত হতে মিলবে পচন কাব্য বা পচন গীত। এমনিতে অবশ্য বাংলা কবিতায় বর্জ্য স্তুপ বাড়লেও পচন গন্ধ মেলেনি। এমনিতেই পাটের পচন গন্ধে মোহিত হয় গৃহস্থ সংসার। পাটের পচনকাল আসছে আষাঢ় মাস। কদিন পরই পচনের ঘ্রাণে মউ মউ করবে পাট তথা স্বর্ণসূত্র।
সোনালী আঁশ যতো পচবে ততো তার পাট শক্তপোক্ত হবে। পুকুর,খালবিল জলাশয় জুড়ে যে অভাবিত গন্ধেরা বাতাসকেও মোহিত করবে সে জাতীয় সম্পদ পাট। যার সাথে সম্পর্ক ফাঁসের। রাজাকারের ফাঁসি মানেই রজ্জু। রজ্জু মানেই রশি। রশি মানেই দড়ি। পাটের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা গভীরতর। বঙ্গবন্ধু শেখ মুজিব পাটকে সামনে এনেছেন তাঁর স্বাধিকার তথা স্বাধীনতার দাবিতে। পাট দিয়েছে ছয় দফা প্রণয়নের প্রাথমিক উৎসাহ। সব ভাষণেই পাই তাই-আমার দেশের পাট বিদেশে বিক্রি করে অস্ত্র কিনছে জান্তারা। আওয়ামী লীগ পচনের জন্য অপেক্ষা করছেন যারা-তারা আবার পাট চেনেন না। তবে ঘ্রাণশক্তি তীব্র বলেই গন্ধপান পাট পচনের। ফেসবুক থেকে