শরীফ শাওন: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মানসিক স্নায়বিক ও কিছু মাদক ব্যবহারকারী মানসিক রোগাক্রান্ত হবার পর লজ্জা, বৈষম্য ও শাস্তিমূলক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হন।
[৩] প্রতিবেদনে বলা হয়, মানসিক ব্যাধি নিয়ে বিশ্বে প্রায় শত কোটি মানুষের বাস। অ্যালকোহল ব্যবহারে প্রতি বছর ৩০ লাখ লোক মারা যায়। প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করেছেন একজন।
[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। যা মনসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। স্বল্প মানুষই মানসম্পন্ন মানসিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
[৫] সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আদানম গেব্রিয়াসোস বলেন, মহামারির কারণে মানসিক সুস্বাস্থ্যের ওপর যে প্রভাব দেখতে পাচ্ছি, তা নিরসনে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার না করলে স্বাস্থ্যগত, সামাজিক ও অর্থনৈতিক পরিণাম হবে সুদূরপ্রসারী। সম্পাদনা : রায়হান রাজীব