শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আটকে থাকা ৮ লাখ লাইসেন্স ডিসেম্বরে দেয়া শুরু হবে

লাইজুল ইসলাম : [২] বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব ই রাব্বানি বলেন, ২৩ আগস্ট থেকে আমাদের ড্রাইভিং টেস্ট শুরু হয়েছে। প্রিন্টিং জটিলতা ও করোনা পরিস্থিতির কারণে কয়েক লাখ লাইসেন্স জমেছে। নতুন ভেন্ডরের সঙ্গে চুক্তি হয়েছে। দুই-তিন মাসের মধ্যে লাইসেন্স দেওয়া শুরু করতে পারবো।

[৩] সূত্র বলছে, লাইসেন্সের পরিবর্তে বিআরটিএ থেকে দেওয়া হচ্ছে অস্থায়ী অনুমতিপত্র। এই অনুমতিপত্রের মেয়াদ শেষ হলে আবার বাড়ানো হচ্ছে মেয়াদ, কিন্তু মিলছে না ড্রাইভিং লাইসেন্স।

[৪] ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার (ধানমন্ডি) আকরাম হাসান বলেন, অস্থায়ী অনুমোদনপত্র দিয়েই রাস্তায় গাড়ি চালানো যাবে। আইনি কোনও জটিলতা নেই।

[৫] গেল ২৯ জুলাই ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। নতুন কাজ পাওয়া প্রতিষ্ঠানের প্রতিদিন আট হাজার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। দ্রুত সময়ের মধ্যেই তাদের কার্যক্রম চালু হবে।

[৬] এরআগে, ২৬ মার্চ থেকে সেবা বন্ধ থাকার পর আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষাসহ অন্যান্য সেবা চালু হয়েছে। প্রায় পাঁচ মাস বন্ধ থাকায় এখন অনেক চাপ পড়ছে বলে জানিয়েছেন রাব্বানি।

[৭] তিনি বলেন, এই মুহুর্তে প্রচণ্ড চাপ রয়েছে গ্রহীতাদের। এত লোকের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ১৫০ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়