শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ভ্যাকসিনের মূল্য নির্ধারণে সেপ্টেম্বরে বৈঠকে বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. শামসুল হক জানান, ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি কাজ করছে। এই গ্লোবাল অ্যালায়েন্সের মাধ্যমে বিশ্বের ধনী-মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলো কোভিড ভ্যাকসিন পাবে। ধনী দেশগুলো এই জোটে প্রথমে অর্থসংস্থান করবে। এরপর মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলো টাকা দিবে।

[৩] দাম কত হতে পারে এই বিষয়ে ডা. শামসুল বলেন, আমাদের মতো দেশের জন্য দাম খুব কমই হয়ে থাকে। অন্যান্য ভ্যাকসিনের বিষয়ে তাই হয়েছে। একশো টাকার ভ্যাকসিনে দিতে হয়েছে ১০টাকা।

[৪] তিনি বলেন, আন্তর্জাতিক জোটের তৈরি করা কো ভ্যাক্স ফ্যাসিলিটিতে ভ্যাকসিন প্রথমে যাবে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করা চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মীদের কাছে। এরপর সংক্রামক রোগীদের জন্য।

[৫] ডা. হক বলেন, যেসব দেশে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে শতকরা তিন শতাংশ দেওয়া হবে। পরে ২০ শতাংশ। ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন পেতে প্রস্তুতি চলছে।

[৬] বাংলাদেশ ভ্যাকসিন পাবে। তবে কো-ফাইনেন্সিং এর মডালিটি কি হবে সেটা সেপ্টেম্বরে গ্যাভির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তিন শতাংশ ফ্রন্ট লাইনার হিসেবে প্রথমবার প্রায় ৫১ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে। পর্যায়ক্রমে ৩ কোটি ৪০ লাখ মানুষ ভ্যাকসিন পাবে । সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়