শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ভ্যাকসিনের মূল্য নির্ধারণে সেপ্টেম্বরে বৈঠকে বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. শামসুল হক জানান, ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি কাজ করছে। এই গ্লোবাল অ্যালায়েন্সের মাধ্যমে বিশ্বের ধনী-মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলো কোভিড ভ্যাকসিন পাবে। ধনী দেশগুলো এই জোটে প্রথমে অর্থসংস্থান করবে। এরপর মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলো টাকা দিবে।

[৩] দাম কত হতে পারে এই বিষয়ে ডা. শামসুল বলেন, আমাদের মতো দেশের জন্য দাম খুব কমই হয়ে থাকে। অন্যান্য ভ্যাকসিনের বিষয়ে তাই হয়েছে। একশো টাকার ভ্যাকসিনে দিতে হয়েছে ১০টাকা।

[৪] তিনি বলেন, আন্তর্জাতিক জোটের তৈরি করা কো ভ্যাক্স ফ্যাসিলিটিতে ভ্যাকসিন প্রথমে যাবে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করা চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মীদের কাছে। এরপর সংক্রামক রোগীদের জন্য।

[৫] ডা. হক বলেন, যেসব দেশে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে শতকরা তিন শতাংশ দেওয়া হবে। পরে ২০ শতাংশ। ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন পেতে প্রস্তুতি চলছে।

[৬] বাংলাদেশ ভ্যাকসিন পাবে। তবে কো-ফাইনেন্সিং এর মডালিটি কি হবে সেটা সেপ্টেম্বরে গ্যাভির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তিন শতাংশ ফ্রন্ট লাইনার হিসেবে প্রথমবার প্রায় ৫১ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে। পর্যায়ক্রমে ৩ কোটি ৪০ লাখ মানুষ ভ্যাকসিন পাবে । সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়