নিজস্ব প্রতিবেদক: [২] সম্প্রতি সাদা পোশাকের ক্রিকেটে ওপেনিংয়ে তামিম ইকবালের নিয়মিত সঙ্গী সাদমান ইসলাম।
[৩] বাঁহাতের কব্জির চোটটা অনেকদিন ধরেই ভোগাচ্ছিল সাদমানকে। অস্ট্রেলিয়ায় গিয়ে সেটার সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছিলেন গত ১৭ মার্চ। মহামারী করোনাভাইরাসের কারণে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় তার কদিন পর থেকেই। ফলে পূনর্বাসন প্রক্রিয়াটা ঠিকভাবে এগিয়ে নিতে পারেননি।
[৪] দেশে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করাতে বিসিবি ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর উদ্যোগ নিলে ঠিকভাবে পূনর্বাসন শুরু করতে পেরেছেন সাদমান। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান জানালেন, খেলার মতো অবস্থায় পৌঁছে গেছেন তিনি।
[৫] বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় সাদমান বললেন, 'রিহ্যাব বা লম্বা বিরতির পরে এখন তো কোনো খেলা হচ্ছে না। সামনে আমাদের শ্রীলঙ্কা সফর আছে।
[৬] অথবা দেশের কোনো ঘরোয়া খেলা শুরু হবে। আমি আগে যেভাবে অনুশীলন করতে পারতাম এখনও সেভাবে অনুশীলন করতে পারছি। আগে যেভাবে ব্যাটিং করতে পারতাম, এখনও তেমনটা পারছি। তো আশা করছি সামনে খেলা শুরু হলে বেশ ভালো ভাবেই শুরু করতে পারবো।'
[৭] হাতের অবস্থা ভালো হলে বোলিং মেশিনের সামনে ব্যাটিং শুরু করেন সাদমান। তিনি জানালেন, প্রথমে ভয়ই লেগেছিল, 'লকডাউনের পরে বা ঈদের পরে আমি কোথাও অনুশীলন শুরু করিনি। ব্যাটিং করা হয়নি বা মেশিনে লম্বা সময় ব্যাটিং করা হয়নি। একাডেমীতে আমি ড্রিল করেছি।
[৮] এখানে এসে যখন ব্যাটিং করলাম মেশিনে তখন শুরুতে একটু ভয় হচ্ছিলো। এর আগে তো ব্যাটিং করা হয়নি। ভেবেছিলাম ব্যথা লাগতে পারে। কিন্তু প্রথম দিন ব্যাটিং করার পর আল্লাহর রহমতে ব্যথা অনুভব করিনি।