শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার, সহযোগিতা করলেন ইউএনও

বোরহানউদ্দিন: [২] ভোলার তজুমদ্দিনের মেঘনায় নৌকা ডুবির তিনদিন পর নিখোঁজ জেলে শফিউল্যাহর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে মেঘনার বাসনভাঙ্গা চর এলাকা থেকে স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করে। সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

[৩] সে বোবহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোতপাল বাড়ির আবদুল আলী কোতপালের ছেলে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বোরহানউ্িদ্দন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুস সালেহীন নিহতের বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদানসহ সহমর্মিতা জানান।

[৪] ডুবে যাওয় নৌকার মাঝি ইব্রাহীম জানান, সোমবার (২৪ আগস্ট) দুপুরে মেঘনা নদীতে মাছ ধরে তজুমদ্দিনের ঘাটে তারা ফিরছিল। ফেরার পথে বাসনভাঙ্গা চরের এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এ সময় ৬ মাঝি মাল্লা সহ নৌকাটি মেঘনায় ডুবে যায়।পাশ্ববর্ত্ ীনৌকা এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করে। শফিউল্যাহ (৩৫) নদীতে ডুবে নিখোঁজ হন।

[৫] তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ জানান, সোমবার নদীতে জেলে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অনেক খোঁজাখুঁজি করি। ওই সময় তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে জেলেরা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। ওই নৌকার নাছির মাঝি নামক এক জেলে জানান, বুধবার (২৭ আগস্ট) সকাল ৯ টায় নৌকাটি যেই স্থানে ডুবেছিল আমরা সেখানে গেলে তার মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে আমরা তার লাশ উদ্ধার করে নিহতের বাড়ীতে নিয়ে আসি। সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

[৬] নিহতের স্ত্রী ইয়াছমিন জানান,পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন সে দিশেহারা। নিহতের একমাত্র ছেলে রাসেল (৮) স্থানীয় দরুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।নুসরাত (৪) ও সামিয়া (২) নামক তার ২টি কন্যা সন্তান রয়েছে।

[৭] বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, জেলা প্রশাসনের ত্রান তহবিল থেকে ২০ হাজার টাকা নিহতের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় তার সাথে ছিলেন ইউপি সচিব মাইনুদ্দিন চৌধুরী। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়