সালেহ্ বিপ্লব: [৩] ২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের পিঠে গুলী করেছিলেন যে শ্বেতাঙ্গ অফিসার, তার নাম রাস্টিন শেইকি। ওয়াল স্ট্রিট জার্নাল
[৪] ২৩ আগস্টের ওই অকল্পনীয় পুলিশ-কাণ্ডে বারুদের মতো বিস্ফোরিত হয় উইসকনসিন রাজ্যের কেনোসা শহরের মানুষ। সহিংস বিক্ষোভের তৃতীয় দিনে গুলীতে মারা গেছেন দুজন আন্দোলনকারী, আর একজন আহত।
[৫] গুলীবর্ষণকারী সন্দেহে ১৭ বছরের কাইট রিটেনহাউসকে গ্রেপ্তার করেছে পুলিশ।