শরীফ শাওন: [২] মাসুদ বিন মোমেন আরও বলেন, বিশ্বের ১৭টি দেশে আড়াই মিলিয়ন রোহিঙ্গা বসবাস করছে। যার অর্ধেকের বেশি বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে বড় ধরনের মানবিক বিপর্যয় হতে পারে।
[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় তিন বছর ধরে তাদের আশ্রয় দিয়েছে। মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ রাখতে একটি সেফ জোন বা অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিক সম্পদায় এ বিষয়ে মিয়ানমারকে চাপ দিতে হবে।
[৪] মঙ্গলবার এক অনলাইন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।
[৫] কনফারেন্সে গাম্বিয়ার সলিসিটর (আইনজীবী) জেনারেল ও লিগ্যাল সেক্রেটারি চেরানো মারেনা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিপক্ষে মামলা করার কারণসহ বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। সম্পাদনা : রায়হান রাজীব