শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব বলেন, তাঁর রচনা আমাদেরকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর স্বপ্ন পূরণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে।
[৩] জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকীর বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুরুপ বাণী দিয়েছেন।
[৪] বুধবারের বাণীতে মির্জা ফখরুল কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গ্রভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টিকর্মের জন্য চিরদিন অমর হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি। কবি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে মানবতার কথা প্রকাশ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন।
[৫] তিনি বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনে তাঁর কবিতা, গান এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। উজ্জীবিত করেছে অবহেলিত ও শোষিত মানুষকে। ফলে তিনি বৃটিশ শাসকদের চক্ষুশুলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।