শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ফোরলেন সড়ক সম্প্রসারণে অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারনের দাবি

আরিফ উদ্দিন : [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ফোরলেন সড়ক সম্প্রসারণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণে পার্শ্ববর্তী অভিরাম, দরবস্ত, রামপুর মৌজাসহ কোমরপুর এলাকার চেয়ে জুনদহ বাজার এলাকায় পশ্চিম গোপিনাথপুর ও দুবলাগাড়ী মৌজায় জমিসহ অবকাঠামোর মূল্য কর্তৃপক্ষ অত্যন্ত কম নির্ধারণ করায় সঠিক মূল্য নির্ধারনের দাবি জানায় জমি মালিকরা।

[৩] বুধবার (২৬ আগষ্ট) দুপুরে অধিগ্রহণকৃত জমি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের আয়োজনে উপজেলার বরিশাল ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] অধিগ্রহণকৃত জমির মালিক হাবিবুর রহমান লাভলু’র সভাপতিত্বে জমির প্রকৃত মূল্য নির্ধারণের দাবী জানিয়ে মানবন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ আওরঙ্গজেব আলম, মতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, খয়বর আলী, আঃ মান্নান, রফিকুল ইসলাম।

[৫] মানববন্ধনে বক্তারা বলেন, পাশ্ববর্তী অভিরামপুর, রামপুর মৌজায় বানিজ্যিক জমির মূল্য প্রতি শতাংশ ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ একই এলাকার পশ্চিম গোপিনাথপুর ও দুবলাগাড়ী মৌজায় জমির মূল্য প্রতি শতাংশ মাত্র ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বসতবাড়ীর জমির মূল্য ১৪ হাজার টাকা এবং ডাঙ্গা জমির মূল্য ২৩ হাজার ৬’শ ৫২ টাকা নির্ধারণ করে ৮ ধারায় নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ পেয়ে জমির মালিক ও ব্যবসায়ীরা জমির মূল্য বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

[৬] এসময় বক্তারা আরো উল্লেখ করেন, জমি অধিগ্রহণ কালে কর্মকর্তারা সঠিকভাবে জমির মালিক ও ভাড়াটিয়াদের নাম সংগ্রহ না করার ফলে সাজুর জমির মার্কেটের দোকানদার নজরুল ইসলাম, জামিরুল ইসলাম, সুবাশ চন্দ্র, আঃ রশিদ বাবু মিয়াসহ অনেকের নাম বাদ পড়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৭] মানববন্ধনে জমির মালিক, ব্যবসায়ী ও এলাকার প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়