শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহিদুল হক: নূরের নির্বাচনের সিদ্ধান্তে আমার, আপনার লাভ!

জাহিদুল হক: ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই বলছেন, এ নির্বাচনে তিনি জিততে পারবেন না বা তাকে জিততে দেওয়া হবে না। তারপরও তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে জাতীয় রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নূর জানিয়েছেন, ‘আমরা একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। সামনে যেহেতু ঢাকার দুটি সংসদীয় উপনির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা নিজেদের অবস্থানটাকে আরও ক্লিয়ার করতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আমি প্রার্থী হতে চাই। ঢাকা-৫ আসনেও আমরা তরুণ প্রার্থী দেব।’ এরই মধ্যে দল গঠনের কাজ শুরু করেছেন নূর। চলতি বছরের মধ্যেই এই দল আত্মপ্রকাশ করতে পারে। সে লক্ষ্যে দলের চারটি সহযোগী শাখা- ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ গঠনের কাজ শেষ হয়েছে এবং এখন পেশাজীবী পরিষদ গঠনের কাজ চলছে বলে বিডিনিউজকে জানিয়েছেন তিনি। নূরের উপনির্বাচনে লড়াইয়ের ঘোষণার কারণে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে। কারণ নূর এক অন্যরকম চরিত্র।

একদিকে তিনি নিজেকে সরকারবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন, অন্যদিকে একসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ছোটবেলায় হারানো তার মায়ের চেহারা ‘খুঁজে পান’ বলে মন্তব্য করেছিলেন। যদিও এমন মন্তব্য তাকে ছাত্রলীগের কাছে নিয়মিত মার খাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেনি। এতো মার খেয়েও অনেকের মতো দমে যাননি নূর। এ কারণে অবশ্য অনেকে মনে করেন, বিএনপিসহ বিরোধী দলগুলো যেহেতু বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করতে পারছে না, তাই সরকারই রাজনীতি করে নূরকে সরকারের বিরোধিতা করার সুযোগ দিচ্ছে। এমনকি এই প্রকল্পের অংশ হিসেবেই তিনি ডাকসু ভিপি হয়েছেন এমনও ভাবছেন অনেকে। এর মাধ্যমে সরকার দেখাতে চায়, এখনও দেশে গণতন্ত্র চর্চার সুযোগ আছে। অবশ্য সরকার নূরকে এভাবে বিরোধিতা করার সুযোগ আর কতোদিন দেবে, সামনে তা বোঝা যাবে। এতোদিন যেহেতু নূর বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনীতি করেছেন তাই সরকার তাকে সহ্য করেছে।

এখন তিনি জাতীয় রাজনীতিতে পা রাখতে চাইছেন, নতুন দল গঠন করতে চাইছেন, তাই তাকে নিয়ে সরকার এখন কী করবে, তার একটা আঁচ পাওয়া যাবে ঢাকা-১৮ উপনির্বাচনকে ঘিরে। ভয় পেয়ে নূরকে কি যেনতেন একটা কারণ দেখিয়ে আগেভাগেই নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে, নাকি প্রচারণা চালানোর সময় বিভিন্ন স্থানে তাকে নিয়মিত মারধর করা হবে- সেটা ভবিষ্যতই বলে দেবে। অন্যদিকে সরকার সমর্থকেরা অনেক দিন থেকেই অভিযোগ করছেন যে, নূরের আপাত নিরীহ কোটা সংস্কার আন্দোলন বা ছাত্র রাজনীতির পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে। নির্বাচনের মাঠে নূর তাদের কেমন সমর্থন পান বা বিএনপি-জামায়াতের পক্ষে প্রার্থী দেওয়া হয় কিনা তাও নিশ্চয়ই দেখা যাবে। সব মিলিয়ে এই উপনির্বাচন যে আর পাঁচ সাতটা উপনির্বাচনের চেয়ে বেশি আলোচিত হতে যাচ্ছে, তাতে সন্দেহ নেই। তাই আমার মতো আপনারাও যারা এই আসনের ভোটার নন, তারা দূর থেকে নূর বনাম সরকার খেলা দেখে মজা নেয়ার চেষ্টা করতে পারি, এই আর কী। ডয়চে ভেলে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়