আনিস তপন : [২] শ ম রেজাউল করিম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধনা ছিলো সবুজ-শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থে প্রাকৃতিক বাংলাদেশে চিরন্তন রূপ দেয়া। বঙ্গবন্ধু সেটা সমাপ্ত করে যেতে পারেননি। তাঁর সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশকে স্বাস্থ্যসম্মত, দূষণমুক্ত এবং সবুজায়ন কর্মসূচি গ্রহণ করেছেন।
[৩] তিনি বলেন, বাংলাদেশ হবে গ্রিন বাংলাদেশ, বাংলাদেশ হবে সুন্দর পরিবেশের বাংলাদেশ, আধুনিক, মানসম্মত বাংলাদেশ।
[৪] সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষে এক কোটি চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। সম্পাদনা : রায়হান রাজীব