শিরোনাম
◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিটায়ার্ড একাদশ বনাম বর্তমান একাদশের ম্যাচ চান ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক: [২] ভারতের অনেক তারকা ক্রিকেটারই দেশকে দারুণ সাফল্য এনে দেওয়ার পরও বিদায় বেলায় সম্মান পাননি। কোন আয়োজন ছাড়াই মাঠের বাইরেই ক্রিকেটকে বিদায় বলা এসব তারকা ক্রিকেটারদের নিয়ে একাদশ তৈরি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।

[৩] যার চাওয়া বর্তমান ভারতীয় একাদশের সাথে সাবেক এই একাদশের খেলার আয়োজন করা হোক।

[৪] মূলত, ইরফানের এই চাওয়ার কারণে কেন্দ্রে ধোনি। গত ১৫ অগাস্ট সন্ধ্যায় ভারতের হয়ে আইসিসির তিনটি বড় ট্রফি জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইন্সটাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দেন । তার সঙ্গে কাছাকাছি সময়ে একই ঘোষণা দেন সুরেশ রায়না।

[৫] ধোনি-রায়নাদের এমন বিদায়ের পরই আলোচনা শুরু হয় বিদায়ী ম্যাচ আয়োজনের। সেই প্রসঙ্গেই টুইটারে নিজের মতো জানাতে গিয়ে রীতিমতো একটি একাদশই দিয়ে দিয়েছেন নিজেও মাঠ থেকে অবসর না নিতে পারা বাঁহাতি পেসার।

[৬] ভারতকে অনেক ম্যাচ জেতানোর নায়ক ইরফানের মতে বর্তমান দলের সঙ্গে বিদায়ীদের একটি প্রীতি ম্যাচ তো হতেই পারে, ‘ভারতের হয়ে খেলে যারা যথাযথভাবে বিদায় নিতে পারেননি, তাদের জন্য বিদায়ী ম্যাচের কথা বলছেন অনেকে। বর্তমান জাতীয় দলের সঙ্গে অবসর নেওয়া খেলোয়াড়দের সমন্বিত একাদশ বানিয়ে প্রীতি ম্যাচ খেললে কেমন হয়।’

[৭] ইরফানের অবসরপ্রাপ্ত একাদশ: গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, যুবরাজ সিং, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, , অজিত আগারকার,জহির খান ও প্রজ্ঞান ওঝা।- দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়