আবুল বাশার শেখ: [২] ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইইনয়নের তালাব গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
[৩] জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামে আবুলের ভিটায় এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ব্যক্তি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংগশ্রী গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মুন্নাছ (৪০) বলে জানা যায়।
[৪] মুন্নাছের দুলাভাই উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামের কবিরাজ সিদ্দিক জানান, পারিবারিক কলহের কারণে মুন্নাছের স্ত্রী তার বিরুদ্ধে একটি মামলা করে, মামলায় গ্রেফতার এড়াতে নানান জায়গায় ঘুরে বেড়াতো। সে কখন তালাব গ্রামে আসলো আমরা জানিনা।
[৫] এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি তদন্ত মেহেদী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় লাশের সুরতহালে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। সম্পাদনা: সাদেক আলী