শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘খেলরত্ন’ পেলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: [২] শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে রাজীব খেলরতœ পেলেন রোহিত শর্মা। রাজীব খেলরত্ন পুরস্কার হল ভারতের ক্রীড়া জগতের জন্য সবচেয়ে বড় সম্মান।

[৩] রোহিতের পাশপাশি তারকা মহিলা প্যাডলার মনিকা বাত্রা, জাতীয় হকি দলের অধিনায়িক রানি রামপাল, এশিয়াডে সোনাজয়ী মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত এবং প্যারালিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলুও ২০২০ রাজীব খেলরত্ন পেয়েছেন।

[৪] ১৯৯৮ ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে রাজীব খেলরতœ সম্মান পেয়েছিলেন শচীন। ২০০৭ অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ধোনির হাতে উঠেছিল এ সম্মান। ২০১৮ খেলরতেœ ভূষিত হয়েছিলেন বিরাট কোহলি।

[৫] গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ক্রিকেট উপহার দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে ওপেনিং পজিশনে আসার পর পেছনে ফিরে তাকাতে হয়নি।

[৬] বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন। দৃষ্টিসীমানা ছাড়িয়ে পারফরম্যান্স করে যাচ্ছেন। পারফরম্যান্সের ধারাবাহিকতার পুরস্কার হিসেবে এবার তার গলায় উঠল দেশের সর্বোচ্চ ক্রীড়া পদক।

[৭] সাধারণত রাষ্ট্রপতি ভবনে এ পুরস্কার তুলে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কারটি দেওয়া হয়। এদিকে ভারতীয় ক্রিকেট দলের আরেক খেলোয়াড় ইশান্ত শর্মা পেয়েছেন অর্জুনা অ্যাওয়ার্ড।

[৮] রোহিতকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টুইটারে লিখেছে, ‘ভারতে ক্রীড়ার সর্বোচ্চ পুরস্কার রাজিব গান্ধী খেলরত্ন ২০২০ পুরস্কার পাওয়ায় রোহিত শর্মাকে অভিনন্দন। এই পুরস্কারে ভূষিত হওয়া মাত্র চতুর্থ ক্রিকেটার তিনি। আপনাকে নিয়ে আমরা গর্বিত হিটম্যান!’ -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়