শিরোনাম
◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের হাত থেকে গরু ছিনিয়ে নিল বাঘ!

ডেস্ক রিপোর্ট : পঞ্চগড় সদর উপজেলায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বাঘের হামলার শিকার হয়েছে কাওছার আলী (২২) নামে এক কৃষক। এ সময় তিনি পালিয়ে প্রাণে বাঁচলেও তার সঙ্গে থাকা গরুটি নিয়ে চা বাগানের ভেতর চলে যায় বাঘটি।

বুধবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মুহুরিজোত গ্রামের দক্ষিণে পরিত্যক্ত একটি চা বাগানে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া বাঘটি প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা দামের গরুটি নিয়ে যায়।

কৃষক কাওছার আলী উপজেলার পার্শ্ববর্তী গ্রামের উষাপাড়ার আবদুল কালামের ছেলে।

কাওছার বলেন, বুধবার সন্ধ্যায় গরুটিকে মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাঘটি জঙ্গল থেকে বের হয়ে আমার ওপর হামলা চালায়। আমি কোনোমতে সেখান থেকে পালিয়ে চিৎকার করি। এর পর আমার গরু নিয়ে চা বাগানের ভেতর চলে যায় বাঘটি।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। আজ সেই বাঘের থাবায় একটি গরু খোয়া গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সামাজিক বন বিভাগের কর্মী, পঞ্চগড় সদর থানা পুলিশ ও স্থানীয় সমাজসেবক জনপ্রতিনিধিরা। সন্ধ্যার পর বন বিভাগ বাঘের আক্রমণ থেকে বাঁচতে প্রতিটি গ্রামে মাইকিং শুরু করে।

পঞ্চগড় সদর উপজেলার বন বিভাগের সদর বিট অফিসার সুলতান মাহমুদ বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন বিভাগ কর্তৃক ওই গ্রামের আশপাশসহ গ্রামে গ্রামে জরুরি মাইকিং চলছে। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিভাগীয় বনকর্তা আবদুর রহমান ঘটনাস্থলে পরিদর্শনে আসবে। এ ছাড়া দিনাজপুর বন বিভাগ থেকে বাঘ শিকারি আনা হবে বলে জানান তিনি। সূত্র : বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়