শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের হাত থেকে গরু ছিনিয়ে নিল বাঘ!

ডেস্ক রিপোর্ট : পঞ্চগড় সদর উপজেলায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বাঘের হামলার শিকার হয়েছে কাওছার আলী (২২) নামে এক কৃষক। এ সময় তিনি পালিয়ে প্রাণে বাঁচলেও তার সঙ্গে থাকা গরুটি নিয়ে চা বাগানের ভেতর চলে যায় বাঘটি।

বুধবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মুহুরিজোত গ্রামের দক্ষিণে পরিত্যক্ত একটি চা বাগানে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া বাঘটি প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা দামের গরুটি নিয়ে যায়।

কৃষক কাওছার আলী উপজেলার পার্শ্ববর্তী গ্রামের উষাপাড়ার আবদুল কালামের ছেলে।

কাওছার বলেন, বুধবার সন্ধ্যায় গরুটিকে মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাঘটি জঙ্গল থেকে বের হয়ে আমার ওপর হামলা চালায়। আমি কোনোমতে সেখান থেকে পালিয়ে চিৎকার করি। এর পর আমার গরু নিয়ে চা বাগানের ভেতর চলে যায় বাঘটি।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। আজ সেই বাঘের থাবায় একটি গরু খোয়া গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সামাজিক বন বিভাগের কর্মী, পঞ্চগড় সদর থানা পুলিশ ও স্থানীয় সমাজসেবক জনপ্রতিনিধিরা। সন্ধ্যার পর বন বিভাগ বাঘের আক্রমণ থেকে বাঁচতে প্রতিটি গ্রামে মাইকিং শুরু করে।

পঞ্চগড় সদর উপজেলার বন বিভাগের সদর বিট অফিসার সুলতান মাহমুদ বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন বিভাগ কর্তৃক ওই গ্রামের আশপাশসহ গ্রামে গ্রামে জরুরি মাইকিং চলছে। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিভাগীয় বনকর্তা আবদুর রহমান ঘটনাস্থলে পরিদর্শনে আসবে। এ ছাড়া দিনাজপুর বন বিভাগ থেকে বাঘ শিকারি আনা হবে বলে জানান তিনি। সূত্র : বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়