শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, আগুন নেভাতে গিয়ে নিহত পাইলট

লিহান লিমা: [২] বুধবার থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেকাভেলি শহরে দাবানলের কারণে বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজারো বাসিন্দা। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর সময় প্রাণ হারিয়েছেন পাইলট। আগুনের কারণে ৪ জন আহত হয়েছেন। এএফপি

[৩] কর্তৃপক্ষ বলেছে, প্রায় ৫০টি বাড়ি পুড়ে গিয়েছে এবং ২ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৪ হাজার একর জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং এটি নাপা, নাভাদা, সোনোম এবং সোলানো কাউন্টিস সহ ৪৬ হাজার ২২৫ একর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘর-বাড়ি, ফসলি জমি দাউ দাউ করে পুড়ছে।

[৪] পরিবেশবিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন বলেন, ‘এখনো রাজ্যে ২৩টি প্রধান অগ্নিকাণ্ড এবং সর্বমোট ৩৬৭টি অগ্নিকাণ্ড সক্রিয় রয়েছে। মূলত বজ্রপাত থেকে আগুন লেগেছে। গত ৭২ ঘণ্টায় ১০ হাজার ৮৪৯ বার বজ্রপাত হয়েছে।’

[৫] ক্যালিফোর্নিয়ার বন বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা শুরু থেকেই বাড়ি বাড়ি দিয়ে নাগরিকদের সতর্ক করছেন এবং পাশ্ববর্তী সান্স ফ্রান্সিসকোতে সরিয়ে নিচ্ছেন। প্রায় ৭ হাজার অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।

[৬] গর্ভনর গেভিন নিউসাম স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। আগুনের জন্য বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ।

[৭] ভ্যাকভেলি শহরকে দাবানলের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। গত বুধবার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে পৃথিবীর সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। পরিবেশবিদরা বলছেন, আগামী মাসে দাবানলের সংখ্যা আরও বাড়তে পারে। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়