শিরোনাম
◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, আগুন নেভাতে গিয়ে নিহত পাইলট

লিহান লিমা: [২] বুধবার থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেকাভেলি শহরে দাবানলের কারণে বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজারো বাসিন্দা। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর সময় প্রাণ হারিয়েছেন পাইলট। আগুনের কারণে ৪ জন আহত হয়েছেন। এএফপি

[৩] কর্তৃপক্ষ বলেছে, প্রায় ৫০টি বাড়ি পুড়ে গিয়েছে এবং ২ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৪ হাজার একর জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং এটি নাপা, নাভাদা, সোনোম এবং সোলানো কাউন্টিস সহ ৪৬ হাজার ২২৫ একর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘর-বাড়ি, ফসলি জমি দাউ দাউ করে পুড়ছে।

[৪] পরিবেশবিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন বলেন, ‘এখনো রাজ্যে ২৩টি প্রধান অগ্নিকাণ্ড এবং সর্বমোট ৩৬৭টি অগ্নিকাণ্ড সক্রিয় রয়েছে। মূলত বজ্রপাত থেকে আগুন লেগেছে। গত ৭২ ঘণ্টায় ১০ হাজার ৮৪৯ বার বজ্রপাত হয়েছে।’

[৫] ক্যালিফোর্নিয়ার বন বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা শুরু থেকেই বাড়ি বাড়ি দিয়ে নাগরিকদের সতর্ক করছেন এবং পাশ্ববর্তী সান্স ফ্রান্সিসকোতে সরিয়ে নিচ্ছেন। প্রায় ৭ হাজার অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।

[৬] গর্ভনর গেভিন নিউসাম স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। আগুনের জন্য বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ।

[৭] ভ্যাকভেলি শহরকে দাবানলের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। গত বুধবার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে পৃথিবীর সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। পরিবেশবিদরা বলছেন, আগামী মাসে দাবানলের সংখ্যা আরও বাড়তে পারে। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়