নিজস্ব প্রতিবেদক : [২] কোভিডের কারণে দীর্ঘ বিরতির পর সবাই যখন মাঠে ফিরতে শুরু করেছেন, তখন ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে তরুণ টাইগার ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবকে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই লেগ স্পিনার।
[৩] পরীক্ষা নিরীক্ষা করলে সাইনোসাইটিসের সমস্যা ধরা পরে।
[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, সফলভাবে সম্পন্ন হয়েছে নাকের অস্ত্রোপচার। সেই সাথে সবার কাছ থেকে দোয়াও চেয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
[৫] বিপ্লব ঐ বার্তায় লিখেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গতকাল আমার নাকের পলি-পাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি এখন সুস্থ আছি। দ্রুত ভালো হয়ে উঠতে দোয়া করবেন।” সম্পাদনা: সালেহ্ বিপ্লব