শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ মাস পরে নিজ সংসদীয় এলাকায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন

হাসান মো.শামীম : [২] দীর্ঘ পাঁচ মাস পর নিজ সংসদীয় এলাকায় ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে এতদিন ঢাকায় অবস্থান করছিলেন সিলেট-১ আসনের এই সংসদ সদস্য।  বুধবার পাঁচ দিনের সফরে সিলেটে ফিরে সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল উদ্বোধন করেন ড.মোমেন।

[৩] এ সময় তিনি সাংবাদিকদের বলেন ‘স্বাধীনতার ৫০ বছরপূর্তির অনুষ্ঠান বাংলাদেশ ও ভারত একসাথে উদযাপন করবে’। এরপর দুপুর সাড়ে ১২টায় নগরীর মানিক পীর টিলায় প্রয়াত মেয়র বদর উদ্দীন কামরানের কবর জিয়ারত করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ জুন মারা যান সিসিকের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। কামরানের মৃত্যুর দুই মাস পর গতকাল তার কবর জিয়ারত করেন মোমেন। ফলে কামরানের মৃত্যুর পর এটাই তার প্রথম সিলেট সফর।

[৪] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল উদ্বোধন শেষে মন্ত্রী বলেন ‘ভারতের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় একভাবে ভারতেরও বিজয়। তারাও আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। তাই বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠান একসাথে উদযাপন করা হবে।’

[৫] মহামারি করোনা আর বেশি দিন থাকবে না মন্তব্য করে মন্ত্রী বলেন,‘ ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন। আশার কথা হচ্ছে ভারতে করোনার ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছ। সেটা আমরা কিভাবে পেতে পারি তা নিয়েও আলোচনা হচ্ছে’। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় সশরীরে অনুপস্থিত থাকলেও ভার্চুয়ালি সরব ছিলেন মোমেন। করোনাকালীন সময়ে নানভাবে সাহায্য সহযোগীতা করেছেন তার আসনের অভাবগ্রস্থ মানুষজনকে। এর ফলে দীর্ঘ সময় তার অনুপস্থিতির পরেও এ নিয়ে জনমনে কোন খেদ নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়