আদমদীঘি প্রতিনিধি: [২] বগুড়ার আদমদীঘিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়ার অপরাধে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড ও সাওইল বাজারে ৬ জন ব্যক্তির ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
[৩] ভ্রাম্যমাণ আদালত জানান, আদালত টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে গত মঙ্গলবার বিকেলে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড ও সাওইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে মোট ৬ জনের ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। সম্পাদনা: সাদেক আলী