শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যায় ৩৩ জেলায় ফসল ও গবাদিপশুর ক্ষতি ১১ কোটি ৬৫ লাখ ডলার : সিপিডি

সোহেল রহমান : [২] এর মধ্যে ফসলের ক্ষতি ৪.২০ কোটি ডলার ও গবাদিপশুর ক্ষতি ৭.৪৫ কোটি ডলার। এছাড়া ১ লাখ ২৫ হাজার ৫৪৯ হেক্টর কৃষি জমি, ১৬ হাজার ৫৩৬ হেক্টর মাঠ, ৮১ হাজার ১৭৯টি টিউব-ওয়েল, ৭৩ হাজার ৩৪৩টি ল্যাট্রিন ও ১ হাজার ৯০০’র অধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্যের মধ্যে ২২০টি ইউনিয়নের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি ইউনিয়নে ৪ কিলোমিটারেরও দীর্ঘ বাঁধ, ৫৩টি ইউনিয়নে ২ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ বাঁধ ও ৭০টি ইউনিয়নে ১ থেকে ২ কিলোমিটার দীর্ঘ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৩] দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার ‘সা¤প্রতিক বন্যা : ক্ষয়ক্ষতি ও করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এ ক্ষয়ক্ষতির এ চিত্র তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর পলিসি ডায়লগ’ (সিপিডি)।
সিপিডি বলেছে, তবে আর্থিক ক্ষতি ছাড়াও অনেক অÑআর্থিক ক্ষতি হয়েছে যেগুলো (উৎপাদনমুখী কর্মঘন্টা, ক্রয় ক্ষমতা ও বিক্রি কমে যাওয়া, শিক্ষার্থীদের পড়াশোনা ইত্যাদি) পরিমাপ করা কঠিন।

[৪] সিপিডি’র হিসাবে, ৩৩ জেলার বন্যায় ১৬২ উপজেলা ও ১ হাজার ৬৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১১ লাখ ৯৭ হাজার ২৯৭টি এবং মানুষের সংখ্যা ৫০ লাখ ২৮ হাজার ৬৪৬ জন। পানিতে ও সর্প দংশনসহ বিভিন্ন কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন।

[৫] বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দেয়া চাল ও টাকা যথেষ্ট নয় উল্লেখ করে সিপিডি বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জিআর (ত্রাণ সহায়তা) চাল বরাদ্দ করা হয়েছে ১৯ লাখ ৫১০ মেট্রিক টন। এর মধ্যে বিতরণ করা হয়েছে ১২ লাখ ৮১৮ টাকা। এতে গড়ে মাথাপিছু জিআর চাল সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক আড়াই কেজি।
অপরদিকে জিআর ক্যাশ বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে দুই কোটি ৮৯ লাখ টাকা। এতে গড়ে মাথাপিছু নগদ টাকার সহায়তার পরিমাণ আনুমানিক ৫ টাকা ৭০ পয়সা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়