শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের ৫ প্রস্তাবনা

শরীফ শাওন: [২] টেলিযোগাযোগ সেবার করহার কমানো, ফাইবার অপটিক্যাল নেটওয়ার্কের যুক্তিসংগত মূল্য নির্ধারণ, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, গ্রাহক অনুপাতে পর্যাপ্ত তরঙ্গ নিশ্চিত করা এবং ৪জি ডিভাইস আমদানিতে দুই মাসের জন্য শুল্ক প্রত্যাহার। এই পাঁচটি প্রস্তাবের সঙ্গে অ্যাসোসিয়েশন থেকে আরও বলা হয়, অপারেটরদের সঙ্গে চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ফ্রি অথবা ন্যূনতম মূল্যে সংযোগসহ হ্যান্ডসেট প্রদানের ব্যবস্থা করতে হবে।

[৩] বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, করোনা সংক্রমণ এড়াতে শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক, আদালত, কৃষি, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্ম টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে ইন্টারনেট গ্রাহক বেড়ে হয়েছে ১০ কোটি ২১ লাখ এবং ডাটা ব্যবহার বেড়েছে ২৫ শতাংশ। গ্রাহক বড়ার সঙ্গে দুর্বল নেটওয়ার্ক ও ডাটার উচ্চমূল্যে ভোগান্তি বেড়েছে বহুগুণ।

[৪] টেলিকম বিশেষজ্ঞ প্রকৌশলী আবু সালেহ বলেন, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে স্পেক্ট্রাম বাড়াতে হবে। ৩ ও ৪জি সেবা নিশ্চিত করতে ৪ মেগাহার্ট এর স্থলে রয়েছে দশমিক ৮২ মেগাহার্জ নেটওয়ার্ক। এক্ষেত্রে কমপক্ষে ২ মেগাহার্জ নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে।

[৫] মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উত্থাপন করেন তারা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়