শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের ৫ প্রস্তাবনা

শরীফ শাওন: [২] টেলিযোগাযোগ সেবার করহার কমানো, ফাইবার অপটিক্যাল নেটওয়ার্কের যুক্তিসংগত মূল্য নির্ধারণ, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, গ্রাহক অনুপাতে পর্যাপ্ত তরঙ্গ নিশ্চিত করা এবং ৪জি ডিভাইস আমদানিতে দুই মাসের জন্য শুল্ক প্রত্যাহার। এই পাঁচটি প্রস্তাবের সঙ্গে অ্যাসোসিয়েশন থেকে আরও বলা হয়, অপারেটরদের সঙ্গে চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ফ্রি অথবা ন্যূনতম মূল্যে সংযোগসহ হ্যান্ডসেট প্রদানের ব্যবস্থা করতে হবে।

[৩] বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, করোনা সংক্রমণ এড়াতে শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক, আদালত, কৃষি, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্ম টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে ইন্টারনেট গ্রাহক বেড়ে হয়েছে ১০ কোটি ২১ লাখ এবং ডাটা ব্যবহার বেড়েছে ২৫ শতাংশ। গ্রাহক বড়ার সঙ্গে দুর্বল নেটওয়ার্ক ও ডাটার উচ্চমূল্যে ভোগান্তি বেড়েছে বহুগুণ।

[৪] টেলিকম বিশেষজ্ঞ প্রকৌশলী আবু সালেহ বলেন, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে স্পেক্ট্রাম বাড়াতে হবে। ৩ ও ৪জি সেবা নিশ্চিত করতে ৪ মেগাহার্ট এর স্থলে রয়েছে দশমিক ৮২ মেগাহার্জ নেটওয়ার্ক। এক্ষেত্রে কমপক্ষে ২ মেগাহার্জ নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে।

[৫] মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উত্থাপন করেন তারা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়