শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাংগুয়ার হাওরে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন

আল-হেলাল: [২] সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর,বারেকটিলা, জাদুকাটা নদী, জয়নাল আবেদীন শিমুল বাগান, টেকেরঘাট শহীদ সিরাজ লেক সহ এ উপজেলার সব দর্শনীয় স্থানে সকল দেশী বিদেশী পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাওর বা পানিতে যে কোন ধরণের দূর্ঘটনা কিংবা পানিতে ডুবে প্রাণহানীকর ঘটনা এড়াতে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে মাইকযোগে ঘোষণা দিয়ে এ বিধিনিষেধ আরোপ করা হয়।

[৩] জানা যায়,সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন খ্যাত রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওরে বন্ধুদের সাথে বেড়াতে এসে ঢাকার তিতুমীর কলেজ ছাত্র জায়েদ চৌধুরী (২৫) হাওরবক্ষে সেলফি তুলতে গিয়ে বৃহস্পতিবার রাতে নৌকা থেকে পড়ে গিয়ে মারা যায়। নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলায় হলেও মা ও পরিবারের সাথে তিনি রাজধানী ঢাকার মানিকদীর তিন রাস্তার মোড় ঢাকা ক্যান্টনম্যান্ট-১২০৬ আবাসিক এলাকায় বসবাস করতেন।

[৪] নিহতের সহপাঠি ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, জায়েদ চৌধুরী সহ ১১ জন বন্ধু ও সহপাঠিরা মিলে ঢাকা হতে বাসযোগে যাত্রা করে সুনামগঞ্জের তাহিরপুরে পৌছেন বৃহস্পতিবার সকালে। এরপর তারা স্থানীয় একটি ইঞ্জিন চালিত ট্রলার (নৌকা) ভাড়া নিয়ে বেলা ৩টার দিকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করেন। বিকেলে ওই ট্রলারে করেই উপজেলার টেকেরঘাট সীমান্ত এলাকায় ফেরেন ভ্রমণকারীগণ।

[৫] টেকেরঘাট সীমান্ত ও শহীদ সিরাজ লেকে সন্ধা অবধি সকল বন্ধু সহপাঠিরা মিলে ঘুরাফেরা শেষে হাওরের মধ্যবর্তী স্থানে ট্রলার নোঙ্গর করে রান্নাকরা রাতের খাবার দাবার শেষে ট্রলারের ভেতর কেক কেটে জন্ম দিনের পার্টিও দেন তারা। একপর্যায়ে কোন এক বন্ধুর মুফোফোনে সেলফি তুলতে গিয়ে জাহেদ চৌধুরী ঐ রাতেই ট্রলার হতে পড়ে গিয়ে নিখোঁজ হন। এরপর শুক্রবার সকাল হতে তার সন্ধানে নামেন থানা পুলিশ ও স্থানীয় লোকজন। বিকেল চারটার দিকে মাছ ধরার জাল ফেলে উদ্ধার করা হয় জায়েদের মরদেহ।

[৬] সুনামগঞ্জ জেলা প্রশাসন,পুলিশ সুপার, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি,তাহিরপুর উপজেলা প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিভিন্ন শ্রেণিপেশার লোকজন পর্যটন এলাকায় বগিরাগতদের রাত্রিযাপন নিষিদ্ধ করার দাবি তুলেন। তৎপ্রেক্ষিতে পর্যটন এলাকায় রাত্রিযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে স্বীকার করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মপানি সিংহ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়