শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি ও লাইপজিগ মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: [২] কোয়ার্টার ফাইনালে দলের বিপদ থেকে শেষ ৩০ মিনিটে চোট থেকে মাত্র সেরে উঠা কিলিয়ান এমবাপেকে নামিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমবাপে নামার পর আক্রমণের ধারও বেড়ে যায় অনেক। তার অ্যাসিস্ট থেকে আসে জয়সূচক গোলও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার লড়াইয়ে আজ এই ফরাসী তারকাকে শুরু থেকেই পাওয়া আসা কোচ টমাস টুখেলের।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে নামবে ফরাসী জায়ান্ট পিএসজি। প্রথমবারের মতো ইউরোপ সেরা হতে নেইমারের সঙ্গে আক্রমণভাগে সবচেয়ে কাঙ্খিত এমবাপের উপস্থিতি। কোচ টুখেল জানান, এমবাপে আগের ম্যাচ খেলে কোন সমস্যা বোধ না হওয়ায় আশাবাদী তারা, সে আতলান্তার বিপক্ষে ৩০ মিনিট খেলেছে, কোন সমস্যা হয়নি। প্রস্তুতির জন্য আরও ছয়দিন পেয়েছে। অবশ্যই সে শুরু করতে পারে।

[৪] ট্রেনিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিব সে ৯০ মিনিট খেলতে পারবে কিনা।কোয়ার্টার ফাইনাল ম্যাচের বেশিরভাগটাই বেঞ্চে বসে কাটান এমবাপে। প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে যায় তাদের দলও। নেইমার দারুণ খেলেও গোলমুখ খুলতে না পারায় বাড়ছিল হতাশা। ৬০ মিনিটে তাই নামানো হয় এমবাপেকে।

[৫] ১৯৯৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে যায় ফরাসী চ্যাম্পিয়নরা। ইতিহাস ফিরে হাতছানি দিলেও বর্তমানে থাকতে চেয়ে কোচ টুখেল জানান আরও বড় কিছুর জন্য তীব্র তাগিদ তাদের, দুর্দান্ত মৌসুম পার করে এই পর্যন্ত আসার দাবিদার ছিলাম আমরা। আমরা পুরোপুরি প্রস্তুত। ক্ষুধার্ত আছি। এটা সেমিফাইনাল ম্যাচ। আমরা কঠোর পরিশ্রম করে সেরা ফলের জন্য মুখিয়ে আছি।- ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়