শিরোনাম
◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি ও লাইপজিগ মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: [২] কোয়ার্টার ফাইনালে দলের বিপদ থেকে শেষ ৩০ মিনিটে চোট থেকে মাত্র সেরে উঠা কিলিয়ান এমবাপেকে নামিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমবাপে নামার পর আক্রমণের ধারও বেড়ে যায় অনেক। তার অ্যাসিস্ট থেকে আসে জয়সূচক গোলও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার লড়াইয়ে আজ এই ফরাসী তারকাকে শুরু থেকেই পাওয়া আসা কোচ টমাস টুখেলের।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে নামবে ফরাসী জায়ান্ট পিএসজি। প্রথমবারের মতো ইউরোপ সেরা হতে নেইমারের সঙ্গে আক্রমণভাগে সবচেয়ে কাঙ্খিত এমবাপের উপস্থিতি। কোচ টুখেল জানান, এমবাপে আগের ম্যাচ খেলে কোন সমস্যা বোধ না হওয়ায় আশাবাদী তারা, সে আতলান্তার বিপক্ষে ৩০ মিনিট খেলেছে, কোন সমস্যা হয়নি। প্রস্তুতির জন্য আরও ছয়দিন পেয়েছে। অবশ্যই সে শুরু করতে পারে।

[৪] ট্রেনিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিব সে ৯০ মিনিট খেলতে পারবে কিনা।কোয়ার্টার ফাইনাল ম্যাচের বেশিরভাগটাই বেঞ্চে বসে কাটান এমবাপে। প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে যায় তাদের দলও। নেইমার দারুণ খেলেও গোলমুখ খুলতে না পারায় বাড়ছিল হতাশা। ৬০ মিনিটে তাই নামানো হয় এমবাপেকে।

[৫] ১৯৯৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে যায় ফরাসী চ্যাম্পিয়নরা। ইতিহাস ফিরে হাতছানি দিলেও বর্তমানে থাকতে চেয়ে কোচ টুখেল জানান আরও বড় কিছুর জন্য তীব্র তাগিদ তাদের, দুর্দান্ত মৌসুম পার করে এই পর্যন্ত আসার দাবিদার ছিলাম আমরা। আমরা পুরোপুরি প্রস্তুত। ক্ষুধার্ত আছি। এটা সেমিফাইনাল ম্যাচ। আমরা কঠোর পরিশ্রম করে সেরা ফলের জন্য মুখিয়ে আছি।- ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়