শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি ও লাইপজিগ মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: [২] কোয়ার্টার ফাইনালে দলের বিপদ থেকে শেষ ৩০ মিনিটে চোট থেকে মাত্র সেরে উঠা কিলিয়ান এমবাপেকে নামিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমবাপে নামার পর আক্রমণের ধারও বেড়ে যায় অনেক। তার অ্যাসিস্ট থেকে আসে জয়সূচক গোলও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার লড়াইয়ে আজ এই ফরাসী তারকাকে শুরু থেকেই পাওয়া আসা কোচ টমাস টুখেলের।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে নামবে ফরাসী জায়ান্ট পিএসজি। প্রথমবারের মতো ইউরোপ সেরা হতে নেইমারের সঙ্গে আক্রমণভাগে সবচেয়ে কাঙ্খিত এমবাপের উপস্থিতি। কোচ টুখেল জানান, এমবাপে আগের ম্যাচ খেলে কোন সমস্যা বোধ না হওয়ায় আশাবাদী তারা, সে আতলান্তার বিপক্ষে ৩০ মিনিট খেলেছে, কোন সমস্যা হয়নি। প্রস্তুতির জন্য আরও ছয়দিন পেয়েছে। অবশ্যই সে শুরু করতে পারে।

[৪] ট্রেনিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিব সে ৯০ মিনিট খেলতে পারবে কিনা।কোয়ার্টার ফাইনাল ম্যাচের বেশিরভাগটাই বেঞ্চে বসে কাটান এমবাপে। প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে যায় তাদের দলও। নেইমার দারুণ খেলেও গোলমুখ খুলতে না পারায় বাড়ছিল হতাশা। ৬০ মিনিটে তাই নামানো হয় এমবাপেকে।

[৫] ১৯৯৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে যায় ফরাসী চ্যাম্পিয়নরা। ইতিহাস ফিরে হাতছানি দিলেও বর্তমানে থাকতে চেয়ে কোচ টুখেল জানান আরও বড় কিছুর জন্য তীব্র তাগিদ তাদের, দুর্দান্ত মৌসুম পার করে এই পর্যন্ত আসার দাবিদার ছিলাম আমরা। আমরা পুরোপুরি প্রস্তুত। ক্ষুধার্ত আছি। এটা সেমিফাইনাল ম্যাচ। আমরা কঠোর পরিশ্রম করে সেরা ফলের জন্য মুখিয়ে আছি।- ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়