শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাগরে ২ নারীকে বাচাঁতে সাঁতরে গেলেন পর্তুগালের প্রেসিডেন্ট (ভিডিওসহ)

জেরিন আহমেদ: [২] বিবিসি জানিয়েছে, শনিবার পর্তুগালের আলগারবি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।পর্তুগালে সাগরে ডিঙ্গি উল্টে গিয়ে বিপদে পড়েছিলেন দুই নারী। তাদের বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে গেলেন দেশটির প্রেসিডেন্ট পতুর্গালের প্রেসিডেন্ট মের্সেলো হেবেলো ডি সউসা।

[৩] টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকা ওই দুই নারীর দিকে সাঁতরে যেতে দেখা গেছে ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সউসাকে।

[৪] বর্তমানে আলগারবিতে ছুটি কাটাচ্ছেন পর্তুগালের প্রেসিডেন্ট। করোনা মহামারীতে অর্থনীতিকে চাঙা করতে সেখানকার পর্যটনকে তুল ধরতে প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি।

[৫] প্রেসিডেন্ট সউসা সাংবাদিকদের জানান, ওই নারীরা পাশের আরেকটি সমুদ্রসৈকত ডিঙ্গি উল্টে স্রোতের টানে সাগরে ভেসে যাচ্ছিল।

[৬] তবে তার আগেই আরেক ব্যক্তি জেট স্কি নিয়ে ওই দুই নারীর কাছে ছুটে যান। ওই ব্যক্তিই রাবারের ডিঙ্গিটাকে তীরে নিয়ে আসতে সক্ষম হন।

[৭] স্থানীয় সংবাদমাধ্যমকে প্রেসিডেন্ট সউসা বলেন, ওই নারীরা আরেকটি সমুদ্রসৈকত থেকে এসেছেন। সেখানে পশ্চিমমুখী বড় ধরনের একটি স্রোত থাকায় তারা ভেসে যায়, তাদের ডিঙ্গি উল্টে যায়।

[৮] তিনি বলেন, সাগরের প্রচুর পানি ওই নারীদের পেটে চলে যায় আর এমনকি তারা ডিঙ্গিটিকেও সোজা করতে পারছিল না। স্রোত এতই প্রবল ছিল যে তারা সাঁতারও কাটতে পারছিলেন না। ভবিষ্যতে ওই নারীদের সাবধান হতে বলেও তিনি সতর্ক করেন। সূত্র: বিবিসি, সিএনএন

https://twitter.com/i/status/1295253024559046656

  • সর্বশেষ
  • জনপ্রিয়