শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ গ্রেফতার ১

ভাণ্ডারিয়া প্রতিনিধি: [২] উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে সোমবার সকালে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (তানিয়া আক্তার-২০) মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করেছে।

[৩] থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সূযোগে পূর্ব পশারীবুনিয়া গ্রামের লম্পট মনোজ হালদার (২৯) মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে তার বড়বোন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বড়বোন (শিউলি বেগম) সোমবার রাতে ভাণ্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।

[৪] মনোজ হালদার দুই সন্তানের জনক। তার বিরুদ্ধে একাধিক মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে।

[৫] ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. কামাল হোসেন, এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার একমাত্র আসামী মনোজ হালাদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়