ভাণ্ডারিয়া প্রতিনিধি: [২] উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে সোমবার সকালে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (তানিয়া আক্তার-২০) মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করেছে।
[৩] থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সূযোগে পূর্ব পশারীবুনিয়া গ্রামের লম্পট মনোজ হালদার (২৯) মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে তার বড়বোন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বড়বোন (শিউলি বেগম) সোমবার রাতে ভাণ্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।
[৪] মনোজ হালদার দুই সন্তানের জনক। তার বিরুদ্ধে একাধিক মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে।
[৫] ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. কামাল হোসেন, এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার একমাত্র আসামী মনোজ হালাদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী