শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ গ্রেফতার ১

ভাণ্ডারিয়া প্রতিনিধি: [২] উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে সোমবার সকালে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (তানিয়া আক্তার-২০) মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করেছে।

[৩] থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সূযোগে পূর্ব পশারীবুনিয়া গ্রামের লম্পট মনোজ হালদার (২৯) মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে তার বড়বোন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বড়বোন (শিউলি বেগম) সোমবার রাতে ভাণ্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক মনোজ হালদারকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।

[৪] মনোজ হালদার দুই সন্তানের জনক। তার বিরুদ্ধে একাধিক মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে।

[৫] ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. কামাল হোসেন, এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার একমাত্র আসামী মনোজ হালাদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়