রাজু চৌধুরী : [২] এই রদবদলের ফলে প্রত্যেক ওয়ার্ড সচিবগণ নতুন ওয়ার্ডে কর্মস্থল যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) ওয়ার্ড সচিবদের এই রদবদলের বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।
[৩] চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪১টি সাধারণ ওয়ার্ড ছাড়াও সংরক্ষিত ওয়ার্ড রয়েছে আরও ১৪টি। চসিক সূত্রে জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পাশাপাশি ওয়ার্ডের সচিবদের মধ্যে অদলবদল করেই এই রদবদলের আদেশ দেওয়া হয়েছে। এর আগে ৪১ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব ভাগাভাগি করে দেয়া হয়েছিল চসিকের ৩ জন কর্মকর্তার মধ্যে। ৪১ জনের দায়িত্ব ৩ জনকে দেওয়া হলেও সব কিছুই দেখভাল করবেন ওয়ার্ড সচিবরা।
[৪] দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সাথে সমন্বয় করবেন। অনেকের ধারণা ‘এটা বেশ কঠিন একটা কাজ হবে। কারণ এমনিতেই কাউন্সিলর নেই। ওয়ার্ড সচিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নতুন কর্মস্থলে নাগরিক সেবা দিতে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তবে এই বক্তব্যের সাথে একমত নন চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা। তিনি বলেন, সবাই তো অভিজ্ঞ। শুধু কাজের ক্ষেত্র বদল হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ