দেবদুলাল মুন্না: [২] ফেসবুক রোববার এক বিবৃতিতে বলেছে, মহামারীর সময়ে সংকটের মধ্য দিয়ে যেতে থাকা ছোট ব্যবসায়ের জন্য প্রতিটি ডলার মূল্যবান। আমরা অ্যাপলকে পদক্ষেপ নিতে এবং ফি কম নিতে বলেছিলাম। কিন্তু তারা রাজি হয়নি।
[৩] ফেসবুক অ্যাপ প্রধান ফিজি সিমো জানান, অন্তত আগামী বছর পর্যন্ত ‘পেইড অনলাইন ইভেন্টের’ জন্য কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গুগলও ‘ফেসবুক পে’ ব্যবহারে সম্মতি দিয়েছে।
[৪] তবে ইন-অ্যাপ লেনদেন প্রক্রিয়াকে পাশ কাটানোয় নিজ নিজ অ্যাপ স্টোর থেকে একদিন আগেই ফোর্টনাইট-কে বিদায় দিয়েছে অ্যাপল ও গুগল।
[৫] এ ব্যাপারে আইনের আশ্রয় নিয়েছে ফোর্টনাইট। কংগ্রেসের নতুন অ্যান্টিট্রাস্ট তদন্তেও অ্যাপ স্টোর ফি-কে কেন্দ্রীয় পয়েন্ট হিসেবে ধরা হয়েছে।