শিরোনাম
◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তুরস্ক

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক মেনে নিতে পারছে না মুসলিম দেশগুলো। কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে সবাই। তবে এর মধ্যে তুরস্ক আমিরাতের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছে।

শুক্রবার তুর্কি প্রেসিডেন্টের এমন হুমকির কথা জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ইসরায়েলকে দখলদার হিসেবে অভিহিত করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অন্যায্যভাবে পশ্চিম তীর দখল করে ন্যাক্কারজনক কাজ করেছে ইসরায়েল। প্রতিবাদে অধিকাংশ আরব দেশ ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থেকেছে। কিন্তু এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মত হয়ে মুসলমানদের ঐক্যের পিঠে ছুরি মেরেছে। তিনি বলেন, তুরস্ক আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে আর আগ্রহী নয়।

অবশ্য, ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতই প্রথম সম্পর্ক স্থাপন করেছে, তা নয়। এর আগে মিসর ও পরে জর্ডানও তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

আমিরাতের সঙ্গে এই চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ জোরালোভাবে এটা প্রত্যাখ্যান করেছে। এরদোয়ান ও তার সরকার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের আচরণের কারণে বহু বছর ধরেই দেশটির কঠোর সমালোচনা করে আসছে।

আমিরাত-ইসরায়েল চুক্তির কিছুক্ষণ পরই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরব আমিরাত ভণ্ডামিপূর্ণ মনোভাব নিয়ে এই চুক্তিতে সম্মত হয়েছে। এটা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। মধ্যপ্রাচ্যের মানুষ আরব আমিরাতের এই ঘৃণ্য কর্মকাণ্ডকে কখনো ক্ষমার দৃষ্টিতে দেখবে না বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়