শিরোনাম
◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ এক সাথে ৯টি চ্যানেলে দেখানো হচ্ছে, ‘ হাসিনাঃ এ ডটার্স টেল, আমার স্বাদ না মিটিলো, সকলেই ফুরায়ে যায় মা.. গানের সংযোজন অনবদ্য

মনিরুল ইসলামঃ [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক অসাধারণ জীবনচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’। এতে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। এই ডকুফিল্মটিতে উঠে এসেছে তাদের জীবনচিত্র।

[৩] আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান পিপলু খান।

[৪] এই ডকুফিল্মটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৬ নভেম্বর। সাড়া জাগায়। দর্শকপ্রিয়তা পায়। এরপর বিশ্বের বিভিন্ন উৎসবেও অংশ নেয় ছবিটি।

[৫] তবে জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে এবার সেই পরিধি আরও বিস্তৃত হলো । আজ ১৪ আগষ্ট একই দিনে এটি দেখানো হচ্ছে দেশের ৯টি টিভি চ্যানেলে।

[৬] সিআরআই সূত্র জানিয়েছে, ১৪ আগস্ট দিনব্যাপী ছবিটি দেখানো হবে ইন্ডিপেন্ডেন্ট (সকাল ১০টা ৫০), এটিএন নিউজ (বেলা ১১টা), চ্যানেল আই (বেলা ১১টা ৩০ মিনিট), একুশে টিভি (বেলা ১২টা), বাংলাদেশ টেলিভিশন (বেলা ৩টা), একাত্তর টিভি (বেলা ৩টা), বিজয় টিভি (বিকাল ৫টা), চ্যানেল টোয়েন্টিফোর (বিকাল ৫টা ৪৫ মিনিট) ও মাছরাঙা’র (সকাল ১১টা ও রাত ১২টা) পর্দায়।

[৭] আজ সকালে চ্যানেল আই পর্দায় প্রদর্শিত হলো ডকুফিল্মটি। মোহাম্মদপুর এর গৃহিণী ফিরোজা বেগম চ্যানেল আইতে ডকুফিল্মটি দেখে বললেন, সিনেমা হলে গিয়ে দেখার ইচ্ছে ছিলো। টিকেট পাইনি বলে দেখতে পারিনি। আজ টিভি চ্যানেলে বাসায় বসে দেখে ধন্য হলাম। জানলাম ভিজিওলি শেখ হাসিনা ও শেখ রেহানার জীবনকাহিনী। সত্যি মর্মান্তিক। এবং সাহসী। অনেক কিছু জানা হলো। ধন্যবাদ জানাই যিনি এটি নির্মাণ করেছেন।

[৮] ছবিটি নির্মাতা পিপলু খান একই কথা বলেছেন। বলেছেন, ডকুফিল্মের গল্পটি আমাদের ভাবাবে, কাঁদাবে, খুশি করবে, গর্বিত হওয়ার কারণ হবে। জাতি হিসেবে আমাদের এই আড়ালে থাকা অসাধারণ গল্পগুলো জানতে পারবো। জানতে পারবো ওই সময়ে শেখ হাসিনা আর শেখ রেহানাকে।

[৯] তিনি জানান, ছবিটি মুক্তির পর দেশ-বিদেশে দারুণ প্রশংসা পেয়েছে। নতুন প্রজন্ম জানতে পারছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়