শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ এক সাথে ৯টি চ্যানেলে দেখানো হচ্ছে, ‘ হাসিনাঃ এ ডটার্স টেল, আমার স্বাদ না মিটিলো, সকলেই ফুরায়ে যায় মা.. গানের সংযোজন অনবদ্য

মনিরুল ইসলামঃ [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক অসাধারণ জীবনচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’। এতে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। এই ডকুফিল্মটিতে উঠে এসেছে তাদের জীবনচিত্র।

[৩] আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান পিপলু খান।

[৪] এই ডকুফিল্মটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৬ নভেম্বর। সাড়া জাগায়। দর্শকপ্রিয়তা পায়। এরপর বিশ্বের বিভিন্ন উৎসবেও অংশ নেয় ছবিটি।

[৫] তবে জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে এবার সেই পরিধি আরও বিস্তৃত হলো । আজ ১৪ আগষ্ট একই দিনে এটি দেখানো হচ্ছে দেশের ৯টি টিভি চ্যানেলে।

[৬] সিআরআই সূত্র জানিয়েছে, ১৪ আগস্ট দিনব্যাপী ছবিটি দেখানো হবে ইন্ডিপেন্ডেন্ট (সকাল ১০টা ৫০), এটিএন নিউজ (বেলা ১১টা), চ্যানেল আই (বেলা ১১টা ৩০ মিনিট), একুশে টিভি (বেলা ১২টা), বাংলাদেশ টেলিভিশন (বেলা ৩টা), একাত্তর টিভি (বেলা ৩টা), বিজয় টিভি (বিকাল ৫টা), চ্যানেল টোয়েন্টিফোর (বিকাল ৫টা ৪৫ মিনিট) ও মাছরাঙা’র (সকাল ১১টা ও রাত ১২টা) পর্দায়।

[৭] আজ সকালে চ্যানেল আই পর্দায় প্রদর্শিত হলো ডকুফিল্মটি। মোহাম্মদপুর এর গৃহিণী ফিরোজা বেগম চ্যানেল আইতে ডকুফিল্মটি দেখে বললেন, সিনেমা হলে গিয়ে দেখার ইচ্ছে ছিলো। টিকেট পাইনি বলে দেখতে পারিনি। আজ টিভি চ্যানেলে বাসায় বসে দেখে ধন্য হলাম। জানলাম ভিজিওলি শেখ হাসিনা ও শেখ রেহানার জীবনকাহিনী। সত্যি মর্মান্তিক। এবং সাহসী। অনেক কিছু জানা হলো। ধন্যবাদ জানাই যিনি এটি নির্মাণ করেছেন।

[৮] ছবিটি নির্মাতা পিপলু খান একই কথা বলেছেন। বলেছেন, ডকুফিল্মের গল্পটি আমাদের ভাবাবে, কাঁদাবে, খুশি করবে, গর্বিত হওয়ার কারণ হবে। জাতি হিসেবে আমাদের এই আড়ালে থাকা অসাধারণ গল্পগুলো জানতে পারবো। জানতে পারবো ওই সময়ে শেখ হাসিনা আর শেখ রেহানাকে।

[৯] তিনি জানান, ছবিটি মুক্তির পর দেশ-বিদেশে দারুণ প্রশংসা পেয়েছে। নতুন প্রজন্ম জানতে পারছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়