শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তরুণদের বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতির দর্শন জানতে হবে’

ডেস্ক রিপোর্ট :নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা। তরুণ প্রজন্মকেও বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতির দর্শন জানতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে নিরলস কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত পরিশ্রম করছেন। বন্যাসহ যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সিংড়া পৌরসভার যত উন্নয়ন করেছে, তা বিগত বছরগুলোতে হয়নি। আমরা পাঁচ বছরে তিনগুণ উন্নয়ন করেছি। সিংড়ায় এখন হাসপাতাল হয়েছে, স্কুল-কলেজে আধুনিক ভবন হয়েছে। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবহান, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, জিএ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমুখ।

ডেইলি বাংলাদেশ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়