দীপু তৌহিদুল: মহামারির সময় প্রোটোকল মেনে সবকিছু করা সম্ভব নয়। ঘরে আগুন লাগলে আপনি অবশ্যই লুঙ্গি ছাড়াই ঘর থেকে পালাতেই পারেন। ঠিক তেমনি রাশিয়ার করোনা ভ্যাকসিনরেও আমি সেটাই মনে করছি। এখন বিপদ সময় চলছে, তাই রাশিয়া দ্রুততম সময়ে তাদের রাষ্ট্রের চাহিদা অনুযায়ী ভ্যাকসিনকে রিলিজ করে দিয়েছে। তারা আমেরিকা, জার্মানি ও ব্রিটেন বাংলাদেশের মতন ‘আসিতেছে আসিতেছে অমুক নায়ক আর নায়িকার ধুন্দুমার ফিল্মের বিজ্ঞাপন করেনি’। অনেক দিন ধরে আমেরিকা, জার্মানি ও ব্রিটেনের নখরা দেখেছি যা ছিলো চরম বিরক্তিকর। যারা রাশিয়ার ভেকসিনের প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলছে, তারা মূলত আমেরিকা, ব্রিটেন ও জার্মানির পলিটিক্সের বলদ সমর্থক হয়েছেন। এসব রাষ্ট্রের দালালি করে কোনো লাভ নেই, কারণ এরা করোনারেও তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক অস্ত্র বানিয়ে নিয়েছিলো।
আমেরিকা, জার্মানি ও ব্রিটেন করোনাভাইরাসকে কেন্দ্র করে কৌশলী রাজনীতি করে যাচ্ছিলো, আর মাঝখান থেকে রাশিয়া এগিয়ে এসে সবার আগে ভ্যাকসিন বের করে নিয়ে তাদের পুরো পরিকল্পনাকে বরবাদ করে দিয়েছে। রাশিয়ার এই উদ্যোগটা পৃথিবীর বাকি দুর্বল রাষ্ট্রগুলোর পক্ষে গিয়েছে। এখন প্রমাণিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা অযোগ্য সংস্থা তাদের কাজের মাধ্যমে। আমেরিকা, জার্মানি ও ব্রিটেন নিজেদের স্বার্থের বাইরে মোটেও গোটা দুনিয়ার ভালো চায় না। এদের ভালো ভালো কথা আসলে ধান্দার অংশ। করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কার ইস্যুতে নোংরা রাজনীতি জঘন্য একটা ব্যাপার, কিন্তু সেটা ঘটেই চলেছে। এটা সহসাই থামবে বলে মনে হয় না। ফেসবুক থেকে