শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় আঠারো হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কুমিল্লায় আঠারো হাজার অসহায় দুস্থ’ পরিবারের মাঝে ৫২ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। গতকাল বুধবার কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন।

[৩] এছাড়াও আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে আটটায় নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি বেলা ১২ টায় আঠারো হাজার অসহায় দুস্থ’ পরিবারের মাঝে ৫২ টন খাবার বিতরণ করা হবে। এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১ কোটি গাছ লাগানোর কার্যক্রম সম্পন্ন করা হবে।

[৪] হাজী বাহার নগরীর মুন্সেফবাড়ীস্থ কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সাংবাদিকদের উপস্থিততে আরো বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্যে দিয়ে জিয়া পরিবার সবচেয়ে বেশী উপকৃত হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিলেন। তবে যারা ভেবেছিলেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবেন তারা ভুল ছিলো। কারণ বঙ্গবন্ধু শ^াশত, আজন্ম এক নেতা। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে পরিচালনা করে অনেক দূর এগিয়ে নিয়েছেন।

[৫] পরে সাংসদ হাজী বাহার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর উদ্দেশ্য বলেন, করোনা পরিস্থিতির এই সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচী সফল করার আহবান জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়